উত্তর-পশ্চিম চীনের নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে ৫ বছরের মধ্যে একটি " মুসলিম আন্তর্জাতিক নগর " নির্মাণ করা হবে । এই " মুসলিম আন্তর্জাতিক নগর " নিংসিয়া অঞ্চলের রাজধানী ইনছুয়েন শহরে নির্মাণ করা হবে । " মুসলিম আন্তর্জাতিক নগরে " সংস্কৃতি, পর্যটন এবং অর্থ-বাণিজ্যের বিশেষ ব্যবস্থা থাকবে। এটা বিশ্বের মুসলমাদের এক বিশেষ দর্শনীয় স্থান হবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য যে, নিংসিয়ার হুই জাতি হলো চীনের অন্যতম মুসলমান সম্প্রদায় বা জাতিসত্তা ।" মুসলিম আন্তর্জাতিক নগর " প্রকল্পে মোট পুঁজিবিনিয়োগ হবে ৪০০ কোটি ইউয়ান, তার মধ্যে ১৮০ কোটি ইউয়ান হবে বিদেশের দেয়া অনুদান ।
|