১০ জুন শ্রীলংকায় সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং ঘোষণা করেছেন, ভারত ও শ্রীলংকা সেদিন দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে তাতে জনশক্তি সম্পদের উন্নয়ন এবং ৪৫০জন শ্রীলংকার পুলিশকে প্রশিক্ষণ দেওয়া অন্তর্ভূক্ত রয়েছে।
নটবর সিং শ্রীলংকার প্রেসিডেন্ট কুমারাটুংগা ও প্রধানমন্ত্রী রাজাপাক্সের সঙ্গে বৈঠক করেছেন দু'পক্ষ দু'দেশের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছে। নটবর সিং আবারও জোর দিয়ে বলেছেন, শ্রীলংকার বিভিন্ন পার্টি-দলকে ব্যাপক ভিত্তিসম্বলিত শান্তি প্রক্রিয়ায় অংশ নেয়া এবং প্রেসাডেন্ট কুমারাটুংগা শ্রীলংকার সরকারী বিরোধী সশস্ত্র শক্তি টামিল টাইগার মুক্তি সংস্থার সঙ্গে যৌথ সুনামী ত্রাণ ও পূনর্গঠন ব্যবস্থা প্রতিষ্ঠায় ভারত সরকার সমর্থন জানায়।
৯ জুন রাতে নটবর সিং কলম্বয় পৌঁছে তিনদিনব্যাপী তাঁর শ্রীলংকা সফর শুরু করেছেন, এবং ভারত-শ্রীলংকা যৌথ কমিটি সম্মেলনে অংশ নিয়েছেন।
|