৯ জুন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের প্রায় ৪০টি সদস্য দেশের বানিজ্য মন্ত্রী ও কয়েকটি প্রধান প্রধান আঞ্চলিক অর্থনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিদের অধিবেশন শেষে কায়রো ঘোষণা প্রকাশিত হয়েছে । ঘোষণায় সর্বসম্মতিক্রমে পাশ্চাত্যের উন্নত দেশগুলোর কাছে আগামী ডিসেম্বর মাসে হংকংয়ে অনুষ্ঠিতব্যবিশ্ববানিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী- পর্যায়ের অধিবেশনের আগে কৃষিজাত পন্য , বিশেষ করে তুলোর ওপর ভর্তুকি কমানোর দাবী জানানো হয়েছে ।
ঘোষণায় বলা হয়েছে , ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত বিশ্ববানিজ্য সংস্থার পঞ্চম মন্ত্রী- পর্যায়ের অধিবেশনে কোনো ফল অর্জিত হয় নি । এই ধরনের অবস্থার পুনরাবৃত্তি এড়াতে হংকংয়ে মন্ত্রী- পর্যায়ের অধিবেশন শুরু হওয়ার আগে বিশ্ববানিজ্য সংস্থার সদস্যরা যেন আফ্রিকার অর্থনৈতিক উন্নয়ন , বিশেষ করে কৃষির টেকসই উন্নয়নে সাহায্য দেয়ার ইচ্ছা প্রকাশ করে এবং বাস্তব ব্যবস্থা নেয় ।
আফ্রিকার বানিজ্য মন্ত্রীর অধিবেশনে দোহা পরিকল্পনার একটি রোড- ম্যাপও গৃহিত হয়েছে । এই রোড ম্যাপে কৃষি পন্যগুলোর বাজারে প্রবেশ , অভ্যন্তরীন সমর্থন আর রপ্তানির ভর্তুকি সম্বন্ধে সুস্পষ্ট দাবী জানানো হয়েছে ।
|