১০ জুন বিকেলে সাংহাইয়ে চীনের বানিজ্য মন্ত্রী পোসি লাই ও ইউরোপীয় ইউনিয়ন পরিষদের বানিজ্য অধিকর্তা সদস্য পিটার ম্যানডেলসোন চীন ও ইউরোপের বস্ত্রপন্য বানিজ্য সমস্যা নিয়ে মতবিনিময় করেছেন ।
ই-ইউর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ম্যানডেলসনের বর্তমান চীন সফর চীন ও ইইরোপের মধ্যে সাম্প্রতিক বস্ত্রপন্য বানিজ্য সংক্রান্ত আলোচনার একটি অংশ । এই সমস্যা সমাধানের জন্য এবার দুপক্ষের গ্রহনযোগ্য একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে ।
এ বছরের পয়লা জানুয়ারী থেকে গোটা পৃথিবীতে কোটা ব্যবস্থা বাতিল হবার পর ২৯ এপ্রিল ই-ইউ চীন থেকে আমদানিকৃত নয় ধরনের বস্ত্রপন্যের ওপর বিশেষ তদন্ত চালানোর কথা ঘোষণা করেছে । এর পর ২৭ মে ই-ইউ আবার টি-শার্ট ও রেমি সুতোর পন্য নিয়ে চীনের সঙ্গে আলোচনার অনুরোধ জানিয়েছে ।
|