v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-10 17:43:07    
প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের গ্রামাঞ্চল পরিদশর্ন

cri
    চীনের সিছুয়ান প্রদেশের পা চুন শহর গহীন তাপা পবর্তমালায় অবস্থিত । পাবর্ত্য অবস্থার কারণে বাইরের সঙ্গে এই জায়গাটার যোগাযোগ বিছিন্ন । যাঁতায়াত খুবই অসুবিধাজনক । মোটরগাড়ী কেঁপে কেঁপে কয়েক ডজন কিলোমিটার পথ অতিক্রম করতে দু'ঘন্টারও বেশী সময় লাগে । জনসাধারণের জীবনযাত্রা এখনও খুবই অসুবিধাজনক ।

    ২৩ এপ্রিল চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এই শহরের নান চিয়া জেলার থিলুপা গ্রাম পরিদশর্ন করেছেন ।

    ওয়েন চিয়া পাও হুয়াং চিয়া লিনের হাত ধরে তাঁর সঙ্গে আলাপ করতে শুরু করলেন ।

    "খাদ্যশস্য চাষ ছাড়া আপনি আর কি কি করেন ?"

    "সি আন ,হান চুং ও ছেনতু'র অতিথিদের আকৃষ্ট করার জন্য রেস্তোঁরাও খুলেছি । কখনও কখনও গ্রামে চার পাঁচ হাজার অতিথিও আসেন । তাঁরা চলে যাওয়ার সময়ে আমাদের চা ,শুকনো জারিত মাংস ,ওষুধ তৈরীর উপকরণ ইত্যাদি স্থানীয় বিশেষ দ্রব্যাদিও কিনে নিয়ে যান । তাতে আয় আরও কিছুটা বাড়ে ।"

    "খুব ভালো । গ্রামাঞ্চলে পযর্টন উন্নয়নের তিনটি ভালো দিক আছে । প্রথমত: কৃষকরা ধনী হয়ে উঠবে । দ্বিতীয়ত: পযর্টনের উন্নয়ন হবে এবং তৃতীয়ত: গ্রামাঞ্চলের জন্য কিছু নতুন তথ্য নিয়ে আসা হবে । কিন্তু উন্নয়নের সময়ে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের উপর নজর দিতে হবে।"

    ওয়েন চিয়া পাও ২০০১ সালেও এই জায়গাটা পরিদশর্ন করেছেন । চার বছর পর আবার এখানে এসে জনসাধারণের জীবনযাত্রার নতুন পরিবতর্ন দেখে তিনি খুবই খুশী হয়েছেন ।

    ওয়েন চিয়া পাও গ্রামবাসী লি কো ছুনের পরিবারে ঢুকে দেখলেন ,টেবিলের উপরে একটি ছোটো লাল খাতা রয়েছে ,খাতার উপরে মুদ্রিত রয়েছে : নান চিয়াং জেলার নতুন গ্রামীণ সমবায় চিকিত্সা ব্যবস্থা কার্ড । ওয়েন চিয়া পাও খাতাটি তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন ,"সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দিতে হলে কত টাকা দিতে হয়?"

    "প্রত্যেক কৃষক দশ ইউয়ান করে দেন । তাহলেই ছোটোখাটো অসুখ হলে গ্রামের ক্লিনিকে চিকিত্সা করাতে পারেন ।"

    "এই ব্যবস্থা ভালো । রাষ্ট্র ,স্থানীয় সরকার ও কৃষক দশ ইউয়ান করে দেয় ,বড় অসুখ হলেও কৃষকরা চিকিত্সা করাতে পারেন ।"

    আরও ভালভাবে গ্রামাঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যরক্ষার অবস্থা জানার জন্য ওয়েন চিয়া পাও আবার চিয়াও চিয়া হো গ্রামের চতুর্থ গ্রুপে এলেন । একটি আঙিনায় ওয়েন চিয়া পাও গ্রামবাসী ছাও থিন ইউ প্রমুখের সঙ্গে আলাপ করতে শুরু করলেন ।

    "ছেলেমেয়েদের লেখাপড়ার দু'রকম ফি মওকুফ ও একরকম ভরতুকি আপনারা পেয়েছেন ?"

    "৯০ ইউয়ানেরও বেশী ফি মওকুফ হয়েছে ,আবাসিক ফি'র জন্য ১০ ইউয়ান ভরতুকি পেয়েছি ।"

    ওয়েন চিয়া পাও বললেন ,"রাষ্ট্রের যত অসুবিধাই থাকুক না কেন ,কৃষকদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি সম্ভবপর করে তোলার কাজ অবশ্যই ভালভাবে চালাতে হবে ।"

    তখন ওয়েন চিয়া পাওয়ের পাশে উপবিষ্ট একজন গ্রামবাসী ফোড়ন কেটে বললেন ,"কৃষকদের প্রতি রাষ্ট্রের নীতি এখন ভাল থেকে আরো ভাল হচ্ছে । দিনটা নিশ্চিন্ত হয়েছে ।"

    ওযেন চিয়া পাও বললেন ,"কৃষকদের দিনটা নিশ্চিন্ত করাই আমাদের কাজ ।"

    উচ্চ পাহাড়ে অবস্থিত মাও ইউ মহকুমার ইউ চিয়াং গ্রামে ওয়েন চিয়া পাও গ্রামবাসীদের জিজ্ঞাসা করলেন ,"আপনারা খাদ্যশস্য চাষের ভরতুকি পেয়েছেন ?"

    তখন একজন গ্রামবাসী বললেন ,"পেয়েছি । আমার পরিবার দুইতৃতীয়াংশ একর জমিতে খাদ্যশস্যের চাষ করেছে । রাষ্ট্র আমাকে ৬৩ ইউয়ান ভরতুকি দিয়েছে । আমাদের সকলের খাদ্যশস্য চাষের উত্সাহ আরও বেড়েছে ।"

    ওয়েন চিয়া পাও সন্তোষের সঙ্গে মাথা নাড়লেন , বললেন ,"রাষ্ট্রের এই নীতি প্রবতর্নের উদ্দেশ্যই কৃষকদের এই উত্সাহ রক্ষা করা ।"

    ওয়েন চিয়া পাও আরও বললেন , "আপনারা যে রাস্তা মেরামতের সমস্যা উত্থাপন করেছেন এই সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য আমরা গ্রামাঞ্চলের রাস্তা নিমার্ন পরিকল্পনা প্রণয়ন করেছি । মানুষ ও গবাদী পশুর পানীয় জলের সমস্যা সমাধনের জন্যও সংশ্লিষ্ট বিভাগ জোর প্রচেষ্টা চালাচ্ছে ।"

    তা শুনে গ্রামবাসীরা সাবাস সাবাস ধ্বনি তুলেছেন ।