চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৯ জুন পেইচিংয়ে বলেছেন, চীন পক্ষ আশা করে, সেপ্টেম্বরে জাতি সংঘ শীর্ষ সম্মেলনের সুযোগে জাতি সংঘের সংস্কার সমস্যায় যত বেশী সম্ভব সাফল্য অর্জিত হবে।
চীন পক্ষ মনে করে, জাতি সংঘের সংস্কার সার্বিক এবং বহুমুখী হওয়া উচিত। তবে প্যাকেজ সমাধান ব্যবস্থার প্রস্তাব জাতি সংঘের সংস্কারে যত তাড়াতাড়ি সম্ভব ইতিবাচক সাফল্য অর্জনের প্রতিকূল। যে সব ক্ষেত্রে মতৈক্য অর্জন সম্ভব, সে সব সংস্কার প্রস্তাব দ্রুত কার্যকরী করা উচিত।
তিনি বলেছেন, সম্প্রতি চীন জাতি সংঘের বিভিন্ন ক্ষেত্রের সংস্কার- সংশ্লিষ্ট প্রস্তাব সার্বিকভাবে ব্যাখ্যা করেছে।
|