v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-10 13:52:13    
০৩ জুন থেকে ১০ জুন, ২০০৫

cri
বেইচিং ২০০৮-এর ওলিম্পিক গেমস প্রসঙ্গে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়ারম্যান রোগের প্রসংশা

চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অধি দফতরের মহা পরিচালক, বেইচিং ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান লিও পং ৫ জুন বেইচিংএ সফররত আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়ারম্যান রোগের সঙ্গে সাক্ষাত করেছেন। কথাবার্তার সময় রোগে মনে করেন, বেইচিং ২০০৮-এর ওলিম্পিক গেমস সাফল্যমন্ডিত হবেই । তিনি বলেছেন, আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির সমন্বয় কমিশনের চেয়ারম্যান হেইন ভেরব্রুগেন সম্প্রতি বেইচিংএ অনুষ্ঠিত বেইচিং ওলিম্পিক গেমসের সমন্বয় কমিশনের চতুর্থ অধিবেশনে অংশ নেয়ার পর বেইচিং ওলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের ভূয়সী প্রসংশা করেছেন।

মহা পরিচালক লিও পং বলেছেন, চীন সরকার এবং বিভিন্ন মহলের সমর্থনে বেইচিং ওলিম্পিক গেমসের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সুষ্ঠুভাবে চলছে। আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির পরিচালনায় এবং প্রস্তাবঅনুসারে চীন পক্ষ এই প্রস্তুতিমূলক কাজ আরও সুন্দরভাবে করবে।

পাকিস্তান , ইরান আর ভারতকে সাংহাই সহযোগিতা সংস্থার পর্যবেক্ষক হতে চীনের স্বাগত আর সর্মথন

৭ জুন পেইচিংএ একটি সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিও চিয়েন চাও বলেছেন, পাকিস্তান , ইরান এবং ভারত এ তিনটি দেশকে সাংহাই সহযোগিতা সংস্থার পর্যবেক্ষক হতে চীন স্বাগত জানায় এবং সমর্থন করে। মুখপাত্রটি আশা করেন, তাদের অংশ গ্রহণ উল্লেখিত তিনটি দেশের সঙ্গে সাংহাই সহযোগিতা সংস্থার সহযোগিতা আরও তরান্বিত করবে। সংবাদদাতাদের প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দেওয়ার সময়ে মুখপাত্র লিও চিয়েন চাও বলেছেন, উল্লেখিত তিনটি দেশ এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী দেশ।গত ৪ জুন অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্র মন্ত্রীকেঅধিবেশনে বিভিন্ন পক্ষ নীতিগতভাবে এ তিনটি দেশকে পর্যবেক্ষকের অবস্থান দিতে রাজি হয়েছে।আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্যসাংহাই সহযোগিতা সংস্থার আসতানা শীর্ষ সম্মেলনে এই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী দক্ষিণ এশিয়ার যুক্ত তথ্য দলের সাক্ষাত্ করেছেন

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শেন কুও ফাং ৮ জুন পেইচিংয়ে দক্ষিণ এশিয়ার যুক্ত সাংবাদিক দলের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

তিনি চীন ও দক্ষিণ এশিয়ার সুপ্রতিবেশীসূলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক উন্নয়নের নীতি ব্যাখ্যা করেছেন। সাংবাদিক মহল চীনের প্রতি দক্ষিণ এশিয়ার জনগণের সমঝোতা উন্নত করা, চীন ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সম্পর্ক আরো উন্নয়নের জন্য আরো ইতিবাচক ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

সংবাদদাতারা বলেছেন, তাঁরা চীনের সংস্কার আর মুক্তদ্বার কর্মসূচীতে অর্জিত সাফল্যে খুবই বিস্মিত করেছেন। তাঁরা এবারকার সফরে জেনে নেয়া চীনের দ্রুত উন্নয়নের পরিস্থিতি নিজেদের জনগণকে ব্যাখ্যা করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ও চীনের জনগণের ঐতিহাসিক মৈত্রী জোরদার করার জন্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

ভারতের তেল মন্ত্রীর সঙ্গে পাক প্রধান মন্ত্রীর সাক্ষাতকার

পাকিস্তানের প্রধান মন্ত্রী আজিজ ৬ জুন ইসলামাবাদে সফররত ভারতের তেল মন্ত্রী মনি সংকর আয়ারের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন ,তিনি আশা করেন , দুদেশ তেলবাহী নল বসানোর ব্যাপারে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে ।

তিনি আরো বলেছেন , তুর্কমেনিস্তান থেকে পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত যে তেলবাহী নল বসানো হবে তার উপরে পাকিস্তান সরকার যথেষ্ট গুরুত্ব আরোপ করে। এই তেলবাহী নল বসানোর কাজ সম্পন্ন হলে পাকিস্তানের গ্যাসের চাহিদা শুধু মেটানো হবে তা নয় , দুদেশের মৈত্রবন্ধনও আরো মজবুত হবে ।

মনি সংকর আয়ার বলেছেন, আজিজের সঙ্গে তাঁর সফল সাক্ষাতকার তিনটি দেশে তেলবাহী নল বসানোর এই প্রকল্পের অগ্রগতি সাধনে সহায়ক হবে ।

উল্লেখ করা যেতে পারে যে , ৪ জুন মনি সংকর আয়ার পাকিস্তানে পৌঁছে এই প্রকল্প নিয়ে পাকিস্তান পক্ষের সঙ্গে আলোচনা করেছেন ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাশমির সমস্যায় পাকঃ পক্ষের মতাধিষ্ঠান আবার ঘোষণা করেছেন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হুর্শিদ কাসুরি ৭ জুন ইসলামাবাদে কাশমির সমস্যায় পাকিস্তান পক্ষের মতাধিষ্ঠান আবার ঘোষণা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, কাশমির সমস্যা সমাধানের যে কোনো পদ্ধতি কেবল কাশমিরী জনগণের অনুমতি পেলেই প্রবর্তিত হতে পারে।

সেইদিন সফররত ভারত নিয়ন্ত্রিত কাশমিরের বিভিন্ন দলের নেতাদের সঙ্গে সাক্ষাত্কালে কাসুরি বলেছেন, কাশমিরের বর্তমান অবস্থায় পাকিস্তান পক্ষ সন্তষ বোধ করে না। পাকিস্তান পক্ষ ভারতের সঙ্গে সংলাপ চালিয়ে কাশমির সমস্যা সমাধানের একটি ন্যায্য ও দীর্ঘকালিন উপায় খোঁজতে ইচ্ছুক। কাসুরি আবার ঘোষণা করেছেন, পাকিস্তান পক্ষ অব্যাহত এবং দৃঢ়ভাবে কূটনৈতিক, নৈতিক ও রাজনৈতিক দিক থেকে কাশমিরী জনগণের ভবিষ্যত নিজেই সিদ্ধান্ত নেয়ার সংগ্রামকে সমর্থন করবে।

অন্য খবরে জানা গেছে, পাকিস্তান ও ভারত ৭ জুন একটি উপ-মন্ত্রী পর্যায়ের যৌথ কর্ম গ্রুপ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইরান-পাকিস্তান-ভারত প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প ত্বরান্বিত করা যায়।

চার রাষ্ট্র গোষ্ঠীর নতুন প্রস্তাবের খসড়া বিতরণ

জাপান, জার্মানী, ভারত ও ব্রাজিল এই চার রাষ্ট্র গোষ্ঠী ৮ জুন জাতি সংঘের সদস্যদের কাছে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর নতুন কাঠামো প্রস্তাবের খসড়া বিতরণ করেছে। নতুন খসড়া প্রস্তাবে নিরাপত্তা পরিষদের নতুন স্থায়ী সদস্য দেশের ভেটো প্রযোগের অধিকার নিয়ে নতুন ধারণা উত্থাপন করা হয়েছে।

জানা গেছে, নতুন খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ বৃদ্ধির আগেকার প্রস্তাবের ভিত্তিতে তৈরী হয়েছে। কিন্তু ভেটো প্রয়োগের অধিকার নিয়ে আলোচনা স্থগিত রাখার কথা বলা হয়েছে।

উল্লেখ্য , আগের খসড়া প্রস্তাব অনুযায়ী, জাতি সংঘের সম্মেলন ২০২০ সাল হবে নিরাপত্তা পরিষদের সংস্কার পর্যালোচনা বিষয়ক সম্মেলন।

এপ্যাকের বাণিজ্য মন্ত্রীদের অধিবেশন সমাপ্ত

২০০৫ সালের এপ্যাকের বাণিজ্য মন্ত্রীদের অধিবেশন ৩ জুন দক্ষিণ কোরিয়ার জেজু দ্বিপে সমাপ্ত হয়েছে।অধিবেশনে অংশ গ্রহণকারীরা মিলিতভাবে বাণিজ্যের অবাধ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।চীনের বাণিজ্য মন্ত্রী পো সি লেই এই অধিবেশনে অংশ নিয়েছেন।অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছেন, বিশ্বের বাণিজ্যের অবাধ প্রক্রিয়া বিভিন্ন পক্ষের জন্য কল্যাণকর।চীন সক্রিয়ভাবে তোহার বহুমুখী আলোচনা এগিয়ে নিতে চায় । শেষ পর্যন্ত একটি ভারসাম্য আলোচনার ফলাফল বের হবে বলে চীন আশা প্রকাশ করে।

তিনি জোর দিয়ে বলেছেন, এপ্যাকের উচিত বাণিজ্যের অর্থবিনিয়োগের সুবিধাকরণ আর অর্থনৈতিক ও প্রযুক্তিবিদ্যাগত সহযোগিতা অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়া, ন্যায়সংগত বাণিজ্যের পরিবেশ সৃষ্টি করা।মেধাস্বত্ব, উন্নয়নমুখী দেশগুলোর স্বার্থ ও অধিকারের সংরক্ষণ প্রভৃতি বিষয়াদি সম্বন্ধে চীন পক্ষের মতাধিষ্ঠান ব্যাখ্যা করেছেন।

এপ্যাকের ২১টি সদস্য দেশের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক মন্ত্রীরা অথবা প্রতিনিধিরা এবং বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদি আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা এবারকার অধিবেশনে যোগ দিয়েছেন।

জাতি সংঘের আন্তর্জাতিক পরিবেশ দিবসের উদযাপনী তত্পরতায় যোগদানকারীরা যৌথভাবে "সবুজ শহরের ঘোষণা" স্বাক্ষর করেছেন

২০০৫ সালের জাতি সংঘের আন্তর্জাতিক পরিবেশ দিবসের উদযাপনী তত্পরতায় যোগদানকারীরা ৫ মে যুক্তরাষ্ট্রের সেন ফ্রান্সিস্কোয় যৌথভাবে "সবুজ শহরের ঘোষণা" ও "শহরের পরিবেশ চুক্তি" স্বাক্ষর করেছেন।

"সবুজ শহরের ঘোষণায়" বিশ্বের বিভিন্ন শহরের উদ্দেশ্যে সক্রিয়ভাবে শহরের পরিবেশ চুক্তির" ২১ দফা কর্মসূচীতে অংশগ্রহণ ও তা কার্যকরী করা এবং আইন প্রণয়নের মাধ্যমে পরিবেশ সমস্যাকে গুরুত্বপূর্ণ উন্নয়নের কর্মসূচীতে অন্তর্ভুক্ত করার আহবান জানানো হয়েছে। যাতে কার্যকরভাবে দুষণ নিয়ন্ত্রণ করা যায়, শহরের সবুজীকরণ জোরদার করা যায় এবং মানবজাতির প্রাকৃতিক পরিবশ সুরক্ষা করা যায়।

জানা গেছে, বিশ্বের কয়েক ডজন শহরের মেয়ররা এবং পরিবেশ সংরক্ষণকারী ব্যক্তিরা এবারকার সাত দিনব্যাপী উদযাপনী তত্পরতায় অংশ নিয়েছেন।

জাতি সংঘে ১৯৭২ সালে গৃহীত এক প্রস্তাব অনুযায়ী, প্রতি বছরের ৫ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে নির্ধারণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবসের উদযাপনী তত্পরতা এ বছরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। এবারকার উদযাপনী তত্পরতার প্রসঙ্গ হচ্ছে "সবুজ শহর তৈরী করা এবং পৃথিবী বাড়ি সুরক্ষা করা"।

সুইস জনগণ শেনগেন ও ডাবলিন চুক্তি অনুমোদন করেছে

সুইস জনগণ ৫ জুন গণভোটে শেনগেণ চুক্তি আর ডাবলিন চুক্তিতে অংশ গ্রহণ অনুমোদন করেছে।

নির্বাচনের ফল অনুযায়ী, একইদিনের ভোটদানের হার প্রায় ৫৬ শতাংশ । তারমধ্যে প্রায় ৫৫ শতাংশ ভোটদাতা এই দুটি চুক্তির পক্ষে রায় দিয়েছে। এই ফলাফলের মর্ম হচ্ছে সুইজার্ল্যান্ডের ফরাসী ভাষী অংগরাজ্যের এই দুটি চুক্তিতে অংশ গ্রহণ সমর্থন করা, কিন্তু জার্মানী- ভাষী অংগরাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণের বিরোধীতা করার মনোভাব প্রকাশ।

শেনগেণ চুক্তির প্রধান বিষয়বস্তু হলো সদস্য দেশগুলোর মধ্যে অবাধ গণ- আদানপ্রদান বাস্তবায়ন করা এবং আইন প্রয়োগ ও বিচার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা। ডাবলিন চুক্তির প্রধান বিষয়বস্তু হলো শরণার্থীদের আশ্রয় গ্রহণের আবেদনের অধিকার শুধু একটি দেশে সীমিত রাখা।

এক পক্ষীয় অভিযান পরিকল্পনা বাস্তবায়নের ফিলিস্তিন-ইস্রাইল মতৈক্য

ইস্রাইলের প্রতিরক্ষা মন্ত্রী শাওল মোফাজ ৮ জুন সন্ধ্যায় ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রী নাসের ইয়োসেফের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ এক পক্ষীয় অভিযান পরিকল্পনা সমন্বিত ও কার্যকরী করার প্রশ্নে কয়েকটি মতৈক্যে পৌঁছেছে।

ইয়োসেফের একজন মুখপাত্র বলেছেন, দু'পক্ষ প্রত্যাহার তত্পরতা- সংশ্লিষ্ট নিরাপত্তা সমস্যা নিয়ে পরামর্শ করতে রাজি হয়েছে। ইস্রাইল পক্ষ ফিলিস্তিন পক্ষকে প্রত্যাহার তত্পরতার সুনির্দিষ্ট সময়সূচী অবহিত করেছে। দু'পক্ষ ফিলিস্তিনী নিরাপত্তা বাহিনীর যথাযথ সুষ্ঠুভাবে বন্দোবস্তের জন্য সমন্বয় জোরদার করবে।

ইস্রাইলের এক পক্ষীয় অভিযান পরিকল্পনা অনুযায়ী, আগষ্ট মাসের মাঝামাঝি সময়ে গাজা এলাকা থেকে ইস্রাইলের যাবতীয় ২১টি বসতি এবং জর্ডান নদীর পশ্চিম তীর থেকে ৪টি বসতি প্রত্যাহার শুরু করতে হবে।

লেবাননের দ্বিতীয় পর্যায়েরনির্বাচনে হিজবুল্লা ওআমাল মুভমেন্টের বিজয়

৫ জুন লেবাননের জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটদান শেষ হয়েছে ।

ভোট গণনার প্রাথমিক ফলাফল থেকে জানা গেছে , হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের নির্বাচনী জোট যাবতীয় ২৩টি আসন পেয়ে জয় লাভ করেছে।

ভোট গণনার চুড়ান্ত ফলাফল সরকারীভাবে আগামী সপ্তাহে প্রকাশিত হবে ।

উল্লেখ করা যেতে পারে যে , লেবাননের অধিকাংশ শিয়া মুসলমান থাকেন দক্ষিণ লেবাননে।সেখানে শিয়া সম্প্রদায়ভুক্ত হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে।

রসাদ্দামে বিরুদ্ধে বারোটি অভিযোগের বিচার হবে

৫ জুন ইরাকের অন্তবর্তীকালীন সরকারের মুখপাত্র কুবা বলেছেন , ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বারোটি অভিযোগের বিচার করা হবে । আদালত এই বারোটি অভিযোগের তথ্য-প্রমাণ অনুসারে রায় দেবে । বাগদাদে অনুষ্ঠিত একটি তথ্য জ্ঞাপন সভায় মুখপাত্র কুবা আরো বলেছেন , সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পাঁশটিরও বেশী অভিযোগ আছে । সবকটি অভিযোগ বিচার করলে প্রচুর সময় নষ্ট হবে । তাই আদালত তার বিরুদ্ধেবারোটি প্রধান অভিযোগের বিচার করবে। ইরাকী সরকারের মতে সাদ্দামের যততাড়াতাড়ি সম্ভব বিচারের সম্মুখীন হওয়া উচিত । আগামী দু মাসের মধ্যে সাদ্দামের বিচার সম্পাদন সম্বন্ধে অন্তবর্তীকালীন সরকার এক মত হয়েছে ।

এর আগে ইরাকের আইন বিশেষজ্ঞরা মনে করেন , সাদ্দামের বিরুদ্ধে বিচার ২০০৬ সাল পর্যন্ত স্থগিত রাখা হবে । সাদ্দামের বিরুদ্ধে বিচারের প্রস্তুতির জন্য আদালত প্রথমেসাদ্দাম আমলের কিছু পদস্থ কর্মকর্তাদের বিচার করবে ।