ফিলিপাইনের প্রেসিডেন্ট আর্য়ুন ৯ জুন ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রনালয় এবং ফিলিপাইনে চীনের দূতাবাসের সঙ্গে ফিলিপাইন-চীনের মৈন্ত্রী স্থাপনের ৩০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেছেন,দু'দেশের মৈত্রী সহযোগিতার ফল উচ্চপ্রসংসার দাবীদার।এবং ফিলিপাইন-চীনের সঙ্গে রণনৈতিক অংশীদারী সম্পর্ক অব্যাহতভাবে উন্নয়ন করবে।
ভাষণে তিনি আরো বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু চিনথাও এই বছরের এপ্রিল মাসে ফিলিপাইনে তাঁর রাষ্ট্রীয় সফর সাফল্যের সঙ্গে শেষ করার পর, ফিলিপাইন-চীনের সম্পর্কে সত্যযুগ চলছে। চীন হচ্ছে এশিয়ার অর্থনৈতিক গুরুত্বপূর্ণদেশ। ফিলিপাইন চীনের সঙ্গে উন্নয়নে আংশ নেওয়ার ইতিহাসে সুযোগ পেয়েছে।
ফিলিপাইনে চীনের রাষ্ট্রদূত উ হংপুও চীনের সঙ্গে মৈত্রী সম্পর্ক উন্নয়ন করার প্রচেষ্টায় আর্য়ুনকে ধন্যবাদ জানিয়েছেন। এবং দু'দেশের মৈত্রী সহযোগিতা সম্পর্ক আরো উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য চীন অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে ।
চীনের ব্যানিজ্য মন্ত্রণালয়ের ভাইস-মন্ত্রী আনুমানিক ১৫০০জনের বেশী ফিলিপাইনের রাজনীতি, অর্থনীতি, সামরিক মহলের প্রতিনিধি এবং ফিলিপাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত প্রমখ নেতাদের সঙ্গে আতিথেয়তা অধিবেশন অংশগ্রহণ করেছেন।
|