আফ্রিকান ইউনিয়নের কর্মকর্তা ৯ জুন বলেছেন, সুদান সরকার ও পশ্চিমাঞ্চলের দারফুর সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিদের মধ্যে নির্ধারিত নতুন দফা শান্তি আলোচনা সময় মতো নাইজেরিয়ার রাজধানী আবুজায় আয়োজিত হবে।
এবারকার শান্তি আলোচনায় অংশগ্রহণকারী আফ্রিকান ইউনিয়ন প্রতিনিধি দলের নেতা আহমেদ সালিম একইদিন আবুজায় সংবাদদাতাদের বলেছেন, এবারকার শান্তি আলোচনা প্রধানত আফ্রিকান ইউনিয়নের কাঠামোয় দারফুর সংঘর্ষ সমাধানের রাজনৈতিক পদ্ধতি ইত্যাদি সমস্যা নিয়ে আয়োজিত হবে। বর্তমানে শান্তি আলোচনায় অংশগ্রহণকারী সুদান সরকারের প্রতিনিধি এবং দুই সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তি, অর্থাত্ সুদান মুক্তিফৌজ এবং ন্যায্য ও নিরপেক্ষ তত্পরতার প্রতিনিধিরা আবুজায় পৌঁছেছেন।
দারফুর সংঘর্ষ ২০০৩ সালে শুরু হয়েছে। বর্তমানে বিপুলহারে হতাহতের ঘটানা ঘটেছে। কয়েক মিলিয়ন লোক গৃহহারা হয়েছে। আফ্রিকান ইউনিয়নসহ আন্তর্জাতিক সমাজের মধ্যস্থতায় সুদান সরকার এবং সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিদের মধ্যে তিন দফা শান্তি আলোচনা আয়োজন করেছে। কিন্তু এ পর্যন্ত যুদ্ধ শেষ হওয়া নিয়ে বাস্তবানুগ কোনও উন্নয়ন অর্জিত হয়নি।
|