v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-09 22:18:37    
চীনের ক্রিড়াবিদ

cri
    ওলিম্পিক গেমসের সঙ্গে চীনের সম্পর্ক সুদীর্ঘকালের ঊনবিংশ শতাব্দীর নব্বুই এর দশকে চীনের ছিং রাজবংশের রাজা গুওয়াংশি আধুনিক ওলিম্পিক গেমসের উদ্যোক্তা আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির প্রথম মহা সচিব গুবেডানের কাছ থেকে বানি পান। বানিতে চীনকে ১৮৯৪ সালে আথেন্সে অনুষ্ঠিত প্রথম আধুনিক ওলিম্পিক গেমসে অংশ নেয়ার জন্য নিমন্ত্রণ জানানো হয়। দুঃখের ব্যাপার হলো ওলিম্পিক গেমসে সম্পর্কে তখনকার ছিং রাজবংশের সরকার অজ্ঞ ছিলো বলে কোনো দল পাঠানো হয় নি। তবে রাজা গুওয়াংশি এমন একজন চীনা লোকে পরিণত হয়েছিলেন, যিনি প্রথম বারের মতো ওলিম্পিক কমিটির আমন্ত্রণ পত্র পেয়েছিলেন।

    চীনের পক্ষ থেকে যিনি ওলিম্পিক গেমসে আনুষ্ঠানিকভাবে অংশ নিয়েছেন তার নাম সন রো হাই। তিনি তখন নিখিল চীন ক্রিড়া সমিতির সাম্মানিক গভার্নার ছিলেন। তিনি পর্যটক হিসেবে ১৯২৮ সালের সাতই মে থেকে অগ্যাষ্ট পর্যন্ত নেদারল্যান্সের রটার্ভামে অনুষ্ঠিত নবম ওলিম্পিক গেমসে অংশ গ্রহণ করেছিলেন। তিনিই সৌভাগ্যক্রমে প্রথম চীনা লোক হিসেবে ওলিম্পিক গেমসে যোগদান করেন। স্বদেশে ফিরে আসার পর তিনি একটি ছোট বই লিখে তাঁর ওলিম্পিক সফর সম্বন্ধে ব্যাখ্যা করেছিলেন।

    তাহলে চীনের ক্রিড়াবিদদের মধ্যে কে প্রথম ওলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। ১৯৩২ সালে লিও ছে ছিয়েন চীনের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের  ল্সেন্জেলেসে অনুষ্ঠিত দশম ওলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। তিনি ওলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তিনি পুরুষদের একশো মিটার আর দুশো মিটারের গ্রুপ বাছাইমূলক প্রতিযোগিতায় যথাক্রমে পঞ্চম আর ষষ্ঠ স্থান পেয়েছিলেন। কিন্তু এটা থেকে প্রতিপন্ন হয়েছে যে, চীন ওলিম্পিক গেমসের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছিলো। লিও ছে ছিয়েন চীনের ওলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। ১৯৮৩ সালের ২৩ শে মার্চ তিনি মারা যান। তখন তাঁর বয়স ৭৫ বছর। তিনি যেমন ছিলেন চীনের প্রথম ক্রিড়াবিদ যিনি ওলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন, তেমনি ছিলেন চীনের দৌঁড়-ঝাপ-নিক্ষেপ ক্রিড়ার প্রতিষ্ঠাতাদের অন্যতম।

    শি হাই ফনের নাম প্রায় সকল চীনা লোকের কাছে পরিচিত। তিনি ছিলেন চীনের প্রথম ক্রিড়াবিদ যিনি ওলিম্পিক গেমসে স্বর্ণপদক অর্জন করেছিলেন। ১৯৮৪ সালে চীন প্রথম বারের মতো দল গঠন করে ল্সেন্জেলেসে অনুষ্ঠিত ২৩তম ওলিম্পিক গেমসে অংশ নিয়েছিলো। সে বছরের ২৯শে জুলাই স্লৌ-ফাইএর পিস্তল প্রতিযোগিতায় তিনি ৫৬৬ রিং পেয়ে ওলিম্পিক ইতিহাসে চীনের জন্য প্রথম স্বর্ণপদক জয় করেছিলেন। চীনের জাতীয় সংগীত প্রথম বারের মতো ওলিম্পিক গেমসে বাজানো হয়েছিলো। আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়ারম্যান সামারাঞ্চ স্বয়ং শি হাই ফনকে স্বর্ণপদক বিতরণ করেছিলেন। চেয়ারম্যান সামারাঞ্চ আবেগের সঙ্গে বললেন, এটা হচ্ছে চীনের ক্রিড়া ইতিহাসের একটি মহান দিন। শি হাই ফনের জম্মস্থান---আন্হুই প্রদেশে এই ঘটনাকে গত ২০ বছরে এই প্রদেশের দশটি বিরাট ঘটনাগুলোর অন্যতম হিসেবে গণ্য করা হয়েছে।

    ১৯৮৪ সালের লস্নজেলেস ওলিম্পিক গেমসের পর থেকে চীন পর পর সিউল, বার্সিলোনা , আত্লান্টা গ্রীষ্মকালীন ওলিম্পিক গেমসে অংশ গ্রহণ করেছে। তাহলে চীনের ক্রিড়াবিদদের মধ্যে কে ওলিম্পিক গেমসে বিশ্ব রেকর্ড ভঙ্গ করেছেন? উনি হলেন চীনের চিয়াং সু প্রদেশের নারী ক্রিড়াবিদ লিন লি। ১৯৯২ সালের বার্সিলোনা ওলিম্পিক গেমসে তিনি ২ মিনিট ১৯ দশমিক ৬৫ সেকেন্ডে নারীদের ২০০ মিটারের একক মিশ্র সাঁতারের বিশ্ব রেকর্ড ভঙ্গ করেছিলেন। এর আগের বিশ্ব রেকর্ড ছিলো ২ মিনিট ১৯ দশমিক ৭৩ সেকেন্ড। ১৯৮১ সালে প্রাক্তণ পূর্ণ জার্মানীর নারী সাঁতারু এই রেকর্ড সৃষ্টি করেছিলেন। লিন লি ছিলেন চীনের প্রথম বিশ্বের সাতার চ্যাম্পিয়ন।