৮ জুন ওয়াশিংটনে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস-চেয়ারম্যান ছেন হুওয়া রেনের নেতৃতাধীন চীনের জাতীয় গণ কংগ্রেসের চীন-মার্কিন প্রতিনিধি পরিষদ গ্রুপএবং মার্কিন প্রতিনিধি পরিষদের অস্থায়ী স্পীকার টেড স্টেভেনস এবং সদস্য ইনোয়ের নেতৃতাধীন মার্কিন প্রতিনিধি পরিষদের মার্কিন-চীন সংসদীয় গ্রুপের মধ্যে বৈঠক হয়েছে।বৈঠকে দু পক্ষের মধ্যে চীন-মার্কিন সম্পর্ক, তাইওয়ান সমস্যা, সংসদীয় আদান-প্রদান, আর্থ-বাণিজ্যিক সমস্যা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পুরোপুরি মত বিনিময় হয়েছে । বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ মতৈক্যও অর্জিত হয়েছে।
চীন-মার্কিনসর্ম্পকে যে অগ্রগতি অর্জিত হয়েছে দু পক্ষ তার ভূয়সী প্রশংসা করেছে। বৈঠকে চীন পক্ষ তাইওয়ান পরিস্থিতি আর তাইওয়ান প্রণালীর দু পারের সর্বশেষ অবস্থা ব্যাখ্যা করেছে এবং তাইওয়ান সমস্যায় চীনের মৌলিক নীতি আবার ঘোষণা করেছে। মার্কিন পক্ষ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এক চীন নীতিতে অটল থাকবে , মার্কিন-চীন তিনটি যুক্ত ইস্তেহার মেনে চলবে এবং স্বাধীন তাইওয়ান প্রয়াসের বিরোধীতা করবে।
|