ফিলিপাইনের পুরো নাম ফিলিপাইন প্রজাতন্ত্র। দেশটি এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এর আয়তন ২৯৯৭০০ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ৮ কোটি ৪০ লক্ষ (২০০৪ সাল), এর মধ্যে ৮৫ শতাংশ হচ্ছেন মালয় জাতি। ফিলিপাইনে সত্তরাধিক ভাষা আছে,কিন্তু তার সরকারী ভাষা হচ্ছে ইংরেজী এবং ফিলিপিন্স। শতকরা ৯৩ ভাগ অধিবাসী রোমের ক্যাথলিক ধর্ম এবং খৃষ্টান ধর্মের প্রটিস্ট্যান্টদের ধর্মাবলম্বী। রাজধানী ফিলিপাইনের ম্যানিলা ।
ফিলিপাইন ৭১০৭টি দ্বীপ নিয়ে গঠিত, এর ভূভাগের তিন চতুর্থাংশ হচ্ছে পাহাড়াঞ্চল, সেখানে দশাধিক জীবন্ত আগ্নেয়গিরি আছে। তার প্রধান খনিজ সম্পদ হচ্ছে তামা, সোনা, রৌপ্য, লৌহা, ক্রৌমিয়াম, নিকেল, পেট্রোলিয়াম ইত্যাদি। বন সম্পদ এবং স্থলচর উত্তাপ সম্পদ প্রচুর । এই দেশের নারিকেলের উত্পাদন এবং রপ্তানির পরিমাণ পৃথিবীর প্রথম স্থানে রয়েছে। ফিলিপাইন হচ্ছে বিশ্ব বাজারে মানিলা শণের প্রধান সরবরাহ কারী দেশ । তার প্রধান কৃষিজাত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ধান, ভূট্টা, নারিকেল, আখ, পাট, তামাক ইত্যাদি। ফিলিপাইনের মত্স শিল্প খুব উন্নত। প্রধান শিল্প হচ্ছে উত্পাদন শিল্প , খনি শিল্প, জ্বালানি এবং চালিকা শক্তি শিল্প। প্রধান রপ্তানি পণ্য হচ্ছে নারিকেলজাত দ্রব্য , চিনি, খনিজাত পণ্য , কাঠ ইত্যাদি। প্রধান আমদানি পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পেট্রোলিয়াম, সাজসরঞ্জাম , রাসায়নিক দ্রব্য, ধাতু বিশেষ উপাদান, সুতা, রাসায়নিক ফাইবার ইত্যাদি।
১৯৪৬ সালের ৪ জুলাই ফিলিপাইন প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করে। ফিলিপাইন স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে , ভারসাম্য, সমতা, পারস্পরিক উপকারিতা এবং সম্মান করার ভিত্তিতে সকল দেশের সঙ্গে রাজনৈতিক , অর্থনৈতিক সম্পর্ক বিকাশ সাধন করে। ফিলিপাইন ১৯৭৫ সালের ৯ জুন চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।

ফিলিপাইনের জাতীয় পতাকা

সংসদ ভবন

ফিলিপাইনের মুদ্রা

রাজধানী মানিলার এক কোণ
|