চীনের রাষ্ট্রীয় পরিষদের পশ্চিমাঞ্চলের উন্নয়ন বিষয়ক নেতা গ্রুপের কার্যালয়ের উপ মহা পরিচালক হুয়াং চিন সিয়াং ৮ জুন সিআনে বলেছেন, চীন সক্রিয়ভাবে পশ্চিমাঞ্চলের উন্নয়ন অভিযানকে এগিয়ে নিয়ে যাচ্ছে।একটি আলোচনা সভায় তিনি বলেছেন, বর্তমানে চীনের সংশ্লিষ্ট মহল পশ্চিমাঞ্চলের প্রধান প্রধান অঞ্চলে আবাদকৃত কৃষি জমিতে পুন:বনায়ন প্রকল্পবাস্তবয়ন এবং এ সব অঞ্চলে উন্নয়নের জন্য বিশেষ তহবিল বরাদ্দের জন্য সক্রিয় কাজ চালাচ্ছে। তিনি বলেছেন, পশ্চিমাঞ্চলের উন্নয়ন অভিযানের রণনীতি প্রবর্তিত হওয়ার পাঁচ বছরে বিদেশী ব্যবসায়ীদের চীনের পশ্চিমাঞ্চলে অর্থবিনিয়োগ করার উত্সাহ দেওয়ার জন্য কেন্দ্রীয়সরকার এবং স্থানীয় সরকার কর আদায়, ভূমি প্রভৃতি ক্ষেত্রে বিদেশী ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক নীতি দিয়েছে।অন্য দিকে পশ্চিমাঞ্চলের প্রদেশগুলো অর্থবিনিয়োগেরপরিবেশ উন্নয়নের উপর ব্যাপকভাবে গুরুত্ব আরোপ করে এসেছে।
জানা গেছে, গত পাঁচ বছরে পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ গঠনকাজে চীনের কেন্দ্রীয় সরকার দশ হাজার কোটি রেন মিন পি বরাদ্দ করেছে।দু হাজারেরও বেশী রেন মিন পি এই অঞ্চলের শিক্ষা আর স্বাস্থ্য ব্রতের উন্নয়নে বরাদ্দ করা হয়েছে।
|