ইস্রাইলের প্রতিরক্ষা মন্ত্রী শাওল মোফাজ ৮ জুন সন্ধ্যায় ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রী নাসের ইয়োসেফের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ এক পক্ষীয় অভিযান পরিকল্পনা সমন্বিত ও কার্যকরী করার প্রশ্নে কয়েকটি মতৈক্যে পৌঁছেছে।
ইয়োসেফের একজন মুখপাত্র বলেছেন, দু'পক্ষ প্রত্যাহার তত্পরতা- সংশ্লিষ্ট নিরাপত্তা সমস্যা নিয়ে পরামর্শ করতে রাজি হয়েছে। ইস্রাইল পক্ষ ফিলিস্তিন পক্ষকে প্রত্যাহার তত্পরতার সুনির্দিষ্ট সময়সূচী অবহিত করেছে। দু'পক্ষ ফিলিস্তিনী নিরাপত্তা বাহিনীর যথাযথ সুষ্ঠুভাবে বন্দোবস্তের জন্য সমন্বয় জোরদার করবে।
ইস্রাইলের এক পক্ষীয় অভিযান পরিকল্পনা অনুযায়ী, আগষ্ট মাসের মাঝামাঝি সময়ে গাজা এলাকা থেকে ইস্রাইলের যাবতীয় ২১টি বসতি এবং জর্ডান নদীর পশ্চিম তীর থেকে ৪টি বসতি প্রত্যাহার শুরু করতে হবে।
|