৯ জুন চীন-ফিলিপাইন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট আরোয়ো পরস্পরের কাছে অভিনন্দন বানী পাঠিয়েছেন ।
বানীতে হু চিন থাও বলেছেন , ৩০ বছরে দু'দেশের যৌথ প্রয়াসে চীন-ফিলিপাইন সম্পর্কের লক্ষ্যনীয় উন্নয়ন হয়েছে । এটি দু'দেশ ও দু'দেশের জনগণের কাছে কল্যান বয়ে এনেছে , যার যার অঞ্চলের শান্তি , স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও সক্রিয় অবদান রেখেছে ।
হু চিন থাও বলেছেন , এই বছরের এপ্রিল মাসে তিনি ফিলিপাইন সফর করেছেন । চীন-ফিলিপাইন শান্তি ও উন্নয়নের রণনৈতিক সহযোগিতা সম্পর্ক প্রতিষ্ঠায় দু'পক্ষ একমত হয়েছে । তিনি আরয়োর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের রণনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করতে এবং দু'দেশের সম্পর্কের সুন্দর ভবিষ্যতের জন্য যৌথ প্রয়াস চালাতে ইচ্ছুক।
বানীতে আরোয়ো বলেছেন , ৩০ বছরে দু'দেশের সহযোগিতা অব্যাহতভাবে ঘনিষ্ঠ হচ্ছে , পারস্পরিক সমঝোতা জোরদার হচ্ছে এবং মৈত্রীও অব্যাহতভাবে প্রসারিত হচ্ছে । তিনি বিশ্বাস করেন দু'দেশ যে লক্ষ্য নির্ধারণ করেছে তা অব্যশই বাস্তাবায়িত হবে ।
|