দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইউন কুয়াংউং ৮ জুন সিউলে বলেছেন , যদিও কোরিয় উপদ্বীপে পারমাণবিক সংকট ঘটেছে , তবে বর্তমানে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর সামরিক আঘাত হানবে না।
সেদিন দক্ষিণ কোরিয়ার সি বি এস বেতারের অনুষ্ঠানে ইউন কুয়াংউং ভাষণ দেয়ার সময় বলেছেন , কিছু মানুষ ভেবেছে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সংকটের কারণে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর আগেই সামরিক আঘাত হানবে । তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক আঘাত বা তত্পরতা চালানোর সম্ভাবনা নেই । কোরিয় উপদ্বীপে সামরিক তত্পরতা চালাতে চাইলে যুক্তরাষ্ট্রকে দক্ষিণ কোরিয়া সরকারের সঙ্গে পরামর্শ করতে হবে ।
ইউন কুয়াংউং আরও বলেছেন , সম্প্রতি কিছু তথ্য মাধ্যম উত্তর কোরিয়ার ওপর প্রি-এম্পটিভ সামরিক আঘাত হানা সহ যুক্তরাষ্ট্র ৮০২২ পরিকল্পনা প্রণয়ন করেছে বলে খবর প্রকাশ করেছে । তবে এই পরিকল্পনার সত্যতার প্রমাণ পাওয়া যায় নি ।
|