৮ জুন পোআও এশিয়া ফোরামের মহাসচিব লুন ইয়োন তু পূর্বচীনের চিয়াংসু প্রদেশের উ চিয়াং শহরে অনুষ্ঠিত একটি অর্থনীতি ফোরামে বলেছেন , ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা আর অর্থনীতির বিশ্বায়নে অংশ নেওয়ার উত্সাহের কল্যানে চীনের অর্থনীতির প্রবল প্রাণশক্তি বজায় থাকবে ।
চীনের অর্থনীতির অবনতি হচ্ছে বলে যে কথা প্রচার করা হচ্ছে , সে সম্পর্কে লুন ইয়োন তু বলেছেন , বর্তমানে গোটা পৃথিবীর শিল্পগুলো চীনে স্থানান্তরিত হচ্ছে আর চীনের গ্রামাঞ্চলের প্রচুর লোক কর্মসংস্থানের জন্য শহরাঞ্চলে আসছেন । এ দুটি প্রবনণতা থেকে প্রমাণিত হয়েছে যে চীনের অর্থনীতির অবনতি হয় নি । পরবর্তী ২০ বছরে চীনের অর্থনীতির বিকাশের অবকাশ থাকবে । একই সময় চীনের অর্থনীতির দ্রুত প্রসার বিশ্ব অর্থনীতির প্রসারেও প্রাণশক্তি যুগিয়েছে এবং গোটা পৃথিবীর পুজিঁবিনিয়োগকারীদের সুযোগ সুবিধা দিয়েছে ।
|