"কূটনীতিকদের চোখে চীন" নামক আলোকচিত্র প্রদর্শনী ৮ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে বিভিন্ন দেশের বেশ কিছু কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার চীনের প্রতিনিধি ও কর্মকর্তা চীনে থাকার সময় তাদের তোলা শ্রেষ্ঠ আলোকচিত্র উপস্থাপন করা হয়েছে।
জানা গেছে, এবারকার প্রদর্শনীর মূল লক্ষ্য এই যে, চীনের সংস্কার ও উন্মুক্ততায় অর্জিত সাফল্য প্রদর্শন করা, আন্তর্জাতিক সমাজে চীনের সুষ্ঠু ইমেজ স্থাপন করা, আন্তর্জাতিক মৈত্রী গভীরতর করা, কূটনীতিকদের নিজের চোখে দেখা ও অভিজ্ঞতার মাধ্যমে চীনের সংস্কারের সাফল্য প্রদর্শন করা।
|