মার্কিন হোয়াইট হাউস মুখপাত্র মেকলেল্লান ৮ জুন হুঁশিয়ারী জানিয়ে বলেছেন, উত্তর কোরিয়া কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যায় ছয় পক্ষীয় বৈঠকে ফিরে আসাতে হবে এবং কিভাবে তার পারমাণবিক পরিকল্পনা বন্ধ করবে সেটা আলোচনা করতে হবে।
মেকলেল্লান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, উত্তর কোরিয়া ছয় পক্ষীয় বৈঠকে ফিরে আসার, বাস্তবিক উপায় নিয়ে আগের তিন দফা বৈঠক করার বিষয়ও আলোচনা করতে হবে। মেকলেল্লান আরো বলেছেন, উত্তর কোরিয়া যথাশীঘ্র ছয় পক্ষীয় বৈঠকে ফিরে আসবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করছে।
এর আগে, উত্তর কোরিয়া পক্ষ ছয় পক্ষীয় বৈঠকে ফিরে আসার ইচ্ছা মার্কিন পক্ষকে জানিয়েছে, কিন্তু উত্তর কোরিয়া ছয় পক্ষীয় বৈঠকে কখন ফিরে আসবে তার সুনির্দিষ্ট সময় জানায়নি।
|