মার্কিন প্রেসিডেন্ট বুশ ৮ জুন হোয়াইট হাউসে তুরস্কের প্রধানমন্ত্রী এরডোগানের সঙ্গে কর্মবৈঠক করেছেন। সন্ত্রাসদমন, সাইপ্রাস, ইরাক, আফগানিস্তান ও প্যালেস্টাইন-ইসরাইলের সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে দুপক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট এবং আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন।
বৈঠক শেষে বুশ বলেছেন, বৈঠকের এক গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয় চ্ছিল ইসরাইলের সঙ্গে প্যালেস্টাইন দেশ প্রতিষ্ঠিতকরা । তুরস্ক সরকার আফগানিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং প্যালেস্টাইন স্থাপনের প্রচেষ্টায় বুশকে ধ্যনবাদ জানায়।
এরডোগান বলেছেন, বুশের সঙ্গে দু'দেশের সম্পর্কের ভবিষ্যত্ আলোচনা করেছেন। দুপক্ষ একমত হয়েছে যে, দু'দেশের রণনৈতিক অংশীদারী সম্পর্ক জোরদার করা হবে, এবং সন্ত্রাসদমন, সাইপ্রাসের ঐক্য ইত্যাদি সমস্যায় সহযোগিতা করবে।
|