মায়ানমারের পুরো নাম ফেডারেল মায়ানমার । এই নামের অর্থ হচ্ছে শক্তিশালি এবং সাহসী। এশিয়ার মধ্য-দক্ষিণ উপদ্বীপে অবস্থিত। এর আয়তন ৬৭৬৫৮১ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৫কোটি ২০ লক্ষ (২০০১ সাল), মোট ১৩৫টি জাতি আছে, এর মধ্যে বার্মীজ জাতি সারা দেশের জনসংখ্যার ৬৫ শতাংশ। রাষ্ট্র ভাষা হচ্ছে বার্মিজ। ৮০ শতাংশ লোক বৌদ্ধ ধর্মাবলম্বী। রাজধানী রেংগুন।
প্রধান খনিজ সম্পদ হচ্ছে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, টিন, টাংস্টেন, সীসা, সোনা, রৌপ্য, দস্তা, রত্ন ইত্যাদি। বন সম্পদ সমৃদ্ধ। মায়ানমার এক কৃষি প্রধান দেশ, এবং পৃথিবীতে সবচেয়ে অনুন্নত দেশের অন্যতম। প্রধান কৃষিজাত দ্রব্য হচ্ছে ধান , তুলা , চীনাবাদাম, পাট, আখ, ডাল। প্রধান শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত আছে ধান ভানা, কাঠের প্রক্রিয়াকরণ এবং খনি শিল্প, ছোট আকারের যন্ত্রপাতি নির্মান , বস্ত্র শিল্প, চিনি উত্পাদন, কাগজ তৈরি, কৃষিসার, ঔষধ তৈরি। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ধান, ভূট্টা, ডাল, কাঠ, খনি সম্পদ, রত্ন, পাল। আমদানি পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে যন্ত্রপাতি এবং সাজসরজ্ঞাম , শিল্পের কাঁচামাল এবং ভোগ্যপণ্য। ১৯৪৮ সালের ৪ জানুয়ারী বৃটিশ কমনওয়েলথ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে ফেডারেল মায়ানমার ফেডারেল প্রতিষ্ঠিত হয়। ১৯৭৪ সালের ৩ জানুয়ারী রাষ্ট্রের নাম বদলে মায়ানমার ফেডারেল সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হয় । ১৯৮৮ সালের ২৩ সেপ্টেম্বর আগের নাম পুনরুদ্ধার করা হয়েছে। মায়ানমার স্বাধীন , সক্রিয় পররাষ্ট্র নীতি অনুসরণ করে কোনো বড় দেশ বা রাষ্ট্র গোষ্ঠীর ওপর নির্ভর করে না। ১৯৫০ সালের ৮ জুন চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকরে।
|