৭ জুন ইস্রাইলের প্রতিরক্ষা বাহিনীর চীফ অব দ্যজেনারেল স্টাফ ডান হালুট্স বলেছেন , ফিলিস্তিনী সশস্ত্র ব্যক্তিরা গাজা অঞ্চলের ইহুদিদের বসতির ওপর হামলা চালালেও তার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা আপাততঃ ইস্রাইলের নেই ।
হালুট্স ইস্রাইলের দুই নম্বর টেলিভিশন কেন্দ্রের সাংবাদিকদের বলেছেন , অভ্যন্তরীণ মতভেদের দরুণ ফিলিস্তীনের সশস্ত্র ব্যক্তিরা গাজার বিরুদ্ধে আক্রমন চালিয়েছে , তাই ইস্রাইল এর বিরুদ্ধে পাল্টা আক্রমন চালাবে না ।
জানা গেছে , ৭ জুন ফিলিস্তিনের ইস্লামিক জিহাদ সংস্থা গাজা অঞ্চলের ইহুদি বসতির উপর গোলাবর্ষন করেছে , এতে একজন চীনা শ্রমিক ও একজন ফিলিস্তিনী শ্রমিক নিহত হয়েছে , অন্য ছয়জন ফিলিস্তিনী আহত হয়েছে । ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসও একই দিন ইস্রাইলের দক্ষিণ অঞ্চল ও গাজা অঞ্চলের ইহুদি বসতিতে রকেট ও মর্টার নিক্ষেপ করেছিল ।
|