৭ জুন চীন সরকার "জাতি সংঘের সংস্কার সম্পর্কিত চীনের অধিষ্ঠানের দলিল" প্রকাশ করেছে।দলিলে জোর দিয়ে বলা হয়েছে, জাতি সংঘের সংস্কারএমন একটি সংস্কার হওয়া উচিত যা বহুমুখীণতা এগিয়ে নিয়ে যাওয়ার অনুকূল, যথাসাধ্যভাবে সকল সদস্য দেশ বিশেষ করে ব্যাপক উন্নয়নমুখী দেশগুলোর দাবি আর উদ্বেগ মেটাতে পারে।দলিলে বলা হয়েছে, চীন মনে করে জাতি সংঘের সংস্কারকে নিম্ন মৌলিক নীতি অনুসরণ করতে হবে: সংস্কার বহুমুখীণতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কল্যাণকর হওয়া উচিত, জাতি সংঘের মযার্দা আর ফলপ্রসুতা উন্নত করা উচিত, যাতে নতুন হুঁমকি আর চ্যালেন্জ মোকাবেলা করা যায়। জাতি সংঘের সনদের লক্ষ্য আর মৌলিক নীতি রক্ষা করা উচিত , ইত্যাদি ইত্যাদি।কোনো কোনো
অমীমাংসিত গুরুত্বপূর্ণ বিষয়াদিতে সর্তক মতাধিষ্ঠান গ্রহণ করে অব্যাহতভাবে পরার্মশ করা উচিত।
|