জাপান সরকার ৮ জুন জাপান ও দক্ষিণ কোরিয়ার ইতিহাস প্রভৃতি পাঠ্যপুস্তকের বিষয় গবেষণার ভার দু'দেশের পন্ডিতদের দেবার সিদ্ধান্ত নিয়েছে । এবং জুন মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য দু'দেশের শীর্ষ বৈঠকে দক্ষিণ কোরিয়াকে এই প্রস্তাব দেবার পরিকল্পনা নিয়েছে ।
জাপানের তথ্য মাধ্যমের খবরে প্রকাশ , জাপান সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে দু'দেশের সম্পর্ক উন্নয়ন করতে চায় । এর আগে , জাপান ও দক্ষিণ কোরিয়ার পন্ডিতদের ইতিহাস সংক্রান্ত গবেষণায় দক্ষিণ কোরিয়া পাঠ্যপুস্তক নিয়ে গবেষণা করা এবং পাঠ্যপুসূচীতে গবেষণার ফল অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছে । তবে জাপান বলেছে যে , জাপানের প্রকাশনা বিভাগকে বাধ্য করা যায় না বলে দক্ষিণ কোরিয়ার দাবি গ্রহণ করে নি ।
|