চীনের গণ স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপমন্ত্রী মা সিয়াও ওয়েই ৮ জুন পেইচিংয়ে বলেছেন ,চীনের প্রতিষেধক টিকা দানের ব্যবস্থা আরো নিখুঁত করা হবে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিষেধক টিকা দান পরিকল্পনা ও শিশুর পক্ষাঘাত রোগ সংক্রান্ত বিশেষজ্ঞদের একটি অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেওয়ার সময় তিনি এই কথা বলেছেন ।
চীনের ব্যাধি প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেছেন , গত শতাব্দির ষাটের দশকে চীনে বসন্ত রোগ নির্মূল করা হয়েছে ।১৯৭৮ সালে সারাদেশে শিশুদের পক্ষাঘাত রোগের প্রতিষেধক টিকাদান শুরু হয় । ২০০০ সালে চীনে শিশুদের পক্ষাঘাত রোগও নির্মূল করা হয়েছে ।
তিনি আরো বলেছেন , একটি উন্নয়নশীল দেশ হিসেবে চীনের লোকসংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশী । চীনের বিভিন্ন অঞ্চলের উন্নয়নের ভারসাম্যহীনতা বিরাজমান। তাই বিভিন্ন অঞ্চলের প্রতিষেধক টিকা দানের কাজে সমান অগ্রগতি অর্জিত হয় নি । চীন সংশ্লিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে প্রতিষেধক টিকা দান পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়িত করবে ।
|