টোগোর প্রেসিডেন্ট ফাউরে নাসিংবে ৭ জুন বলেছেন, তিনি বিরোধী জোটের ৬ জুন দাখিল করা যুক্ত সরকার গঠনের শর্ত সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
টোগোর প্রেসিডেন্ট-ভবন কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরোধী জোট সংবিধান পরিত্যাগ করা এবং প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ও জাতীয় সংসদের কতকগুলো সাংবিধানিক অধিকার বাতিল করার দাবি জানিয়েছেন। কিন্তু ফাউরে বলেছেন যে, তিনি ব্যাপক ভিত্তিক ঐক্য সরকার গঠনের লাইনের প্রতি অনুগত।
২৪ এপ্রিল টোগোয় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রয়াত প্রেসিডেন্ট এয়াডেমার ছেলে ফাউরে নির্বাচিত হন। কিন্তু বিরোধী জোট নির্বাচনের ফলাফল অস্বীকার করে। এতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া ব্যাহত হয়।
|