v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-08 09:55:26    
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ৪ জন আহত, পাইলট অক্ষত(ছবি)

cri
    গতকাল মঙ্গলবার দুপুরে উত্তরা এলাকার ফায়দাবাদে বিমান বাহিনীর একটি এফ-৭ এমবি যুদ্ধ বিমান একটি আধাপাকা ভবনের উপর বিধ্বস্ত হলে নারী ও শিশুসহ ৪জন আহত হয়। বিমানের পাইলট আহসানুল কবির(২৭) অক্ষত রয়েছেন। দুর্ঘটনাস্থলে বিমানটি ধুমড়ে-মুচড়ে পড়লে ঐ ভবনটির বেশিভাগ অংশ দেবে যায়। বিমানটি চূর্ন-বিচূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনায় ভবনে অবস্থানরত ৪জন আহত হয়েছে। বিমান দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য ৪ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

    বেলা পৌনে ১২টায় পাইলট আহসানুল কবিরর কুর্মিটোলা বিমান বন্দর থেকে বিমানটি নিয়ে আকাশে উঠার পরপর তিনি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখতে পান। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষকে বিষয়টি জানান। তাকে নিরাপদে নেমে যাওয়ার জন্য নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়। বিমানটি নিয়ে তিনি বিমান বন্দর থেকে ১২ কিলোমিটার দূরে উত্তরার ফায়দাবাদ এলাকার আকাশে ছিলেন। দুপুর ১২টা ৫ মিনিট ফায়দাবাদ হাটিপাড়ার বাসিন্দারা আকাশে বিকট শব্দ পেয়ে বাসাবাড়ি থেকে বের হয়ে পড়েন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক জাফর উল্লাহ তার বাড়ির বাইরে থেকে দেখতে পান প্যারাসুট দিয়ে পাইলট আহসানুল কবির আকাশ থেকে ভূমিতে নামছেন। ৩৩ কেভি বিদ্যুত্ লাইনের খুঁটিতে তার প্যারাসুট আটকে যায়। বিদ্যুতে প্যারাসুট পুড়ে যাচ্ছে। পাইলট ভূমি ৪ থেকে ৫ হাত উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এই দৃশ্য দেখে জাফর উল্লাহ অকুস্থলে গিয়ে পাইলটের প্যারাসুটের বেল্ট খুলে দিলে তিনি নীচে পড়ে যান। জাফর উল্লাহ পাইলটকে তার ভাতিজার বাসায় নিয়ে যান। সেখানে পাইলট দুই রাকাত নফল নামাজ পড়েন। পরে তাকে বিমান বাহিনীর সদস্যরা ঐ বাড়ি থেকে সিএমএইচে নিয়ে যান।

উত্তেফাক থেকে