 রাজধানীর কাঁঠিলবাগান এলাকায় গতকাল মঙ্গোলবার দুপুরে নির্মাণাধীন ২৪ তলা ভবনের বেজমেন্টের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে কর্মরত তিন শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছে।নিহতরা হলো: কুড়িগ্রামের আইয়ুব আলী, লক্ষ্মীপুরের বেলাল হোসেনও চাঁদপুরের আবুল হোসের।
ভেঙ্গে পড়া দেয়ালের নিচে চাপা পড়া চানজন শ্রমিকের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই তিনজনের মাথা থেতলে যাওয়ায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কিশোর শ্রমিক জাফর আহমোদকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের কয়েকজন জানায়, কাজ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না। শ্রমিকরা মাথায় হেলমেট দিয়ে করতে পারেনি। তবে কি কারণে বেজমেন্টের দেয়াল ধসে পড়েছে তা কেউই বলতে পারছে না। ফায়ার সার্ভিস বলছে, ধসে পড়ার কারণ চিহ্নিত করার জন্য তারা তদন্ত করছে।
(দৈনিক ইত্তেফাক থেকে)
|