v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-07 21:00:49    
আইস হকি খেলা

cri
    পৃথিবীতে আইস হকি খেলা প্রবর্তনের ইতিহাস এক শো বছরেরও বেশি পুরানো । কিন্তু চীনে এই খেলা প্রবর্তন হয়েছে শুধু ৬০ বছরেরও একটু বেশি আগে আসলে চীনে আইস হকি খেলার আনুষ্ঠানিক প্রবর্তন হয়েছে ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হবার পর ।

    চীনে আইস হকি খেলার প্রবর্তন ও উন্নয়ন মোটামুটি পাঁচটি পর্যায়ে বিভক্ত ।

    পঞ্চাশের দশক হচ্ছে ভিত্তি স্থাপনের পর্যায়। এ সময়ে দেশের অভ্যন্তরে প্রতিযোগিতা চালানো ,বিদেশী বিশেষঙ কতৃক শ্রেষ্ঠ খেলোয়াড় ও কোচ প্রশিক্ষন দেয়ার মাধ্যমে আইস হকি খেলার প্রাথমিক উন্নয়নের জন্য ভিত্তি স্থাপন করা হয়েছে ।

    ষাটের দশক হচ্ছে উন্নয়নের পর্যায় । এ সময়ে প্রতিযোগিতা শুধু দেশের অভ্যন্তরে সীমিত ছিল না । বিদেশী শক্তিশালী দলগুলোর সংগে বহুবার প্রতিযোগিতা চালাবার মাধ্যমে খেলোয়াড়দের খেলার নৈপুন্য উন্নত হয়েছে ।

    সওরের দশকে বিশ্বের বিভিন্ন আইস হকি দলের সংগে চীনের আইস হকি দলের যোগাযোগ অনেক বেশি হয়েছে ।১৯৭২ সালে চীনের আইস হকি দল প্রথম বারের মতো বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার সি গ্রুপের খেলায় যোগ দিয়েছে এবং ১৯৭৯ সালে প্রথম বারের বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার বি গ্রুপের খেলায় যোগ দিয়েছে । ফলে চীন দল বিদেশী শক্তিশালী দলগুলোর কাছ থেকে অনেক উন্নত নৈপুন্য শিখেছে ।

    আশির দশকে চীনে আইস হকি খেলার ব্যাপক অগ্রগতি হয়েছে । ১৯৮১ সালে চীনের আইস হকি দল পেইচিংয়ে বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার সি গ্রুপের প্রতিযোগিতায় চীন দল নেদারল্যান্ডস দল আর নরওয়ে দলকে পরাজিত করেছে এবং সুইজারল্যান্ড দলের সমবর্তী হয়েছে ।

    নব্বইয়ের দশকে চীনে আইস হকি খেলার মান অব্যাহতভাবে উন্নত হয়েছে । বিশেষ করে মেয়েদের আইস হকি খেলার মান আরো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে । ১৯৯২,১৯৯৪, আর ১৯৯৭ সালের বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় চীনের নারী দল একবার পঞ্চম আর দু'বার চতুর্থ হয়েছে । তার পর অষ্টাদশ শীতকালীন ওলিম্পিক গেম্সের মেয়েদের আইস হকি প্রতিযোগিতায় চীন দল চতুর্থ হয়েছে।

    ১৯৭২ সালে বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশ নেয়ার পর চীনের পুরুষ আইস হকি দল বি ও সি গ্রুপে অন্তর্ভুক্ত রয়েছে । চীন দল শীত্কালীন এশিয়ান গেম্সে চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও জাপানের চেয়ে একটু নীচে এবং দক্ষিণ কোরিয়ার কাছাকাছি অবস্থানে রয়েছে।

    বর্তমানে চীনে আইস হকি খেলা চালাবার জন্য কতকগুলো জরুরী সমস্যা সমাধান করতে হবে ।

    সর্ব প্রথমে চীনে যে আইস হকি খেলা চালানো হচ্ছে ,তা শুধু উত্তর পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশ ও চিলিন প্রদেশে সীমিত । খেলার মাঠের অভাব ও প্রতিকূল ঋতু আবহাওয়ার দরুন চীনের জনবহুল এলাকাসুলোতে আইস হকি খেলা চালানোর সম্ভাবনা কম ।

    জানা গেছে ,চীনে অল্পবয়সী আইস হকি খেলোয়াড় কম।

    আইস হকি খেলার প্রতিদ্বন্দিতার দ্রুততা আর তীব্রতার বৈশিষ্ট্যআছে । সুতরাং এই খেলা উন্নয়নের ব্যাপক ভবিষ্যত্-সম্ভাবনা আছে ।