v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-07 20:13:16    
পল্লী অঞ্চল থেকে আসা সমুদ্রমুখী কন্ঠশিল্পী সুন উয়ে লিয়ান

cri
    কন্ঠশিল্পী সুন উয়ে লিয়ান 'হলুদ নদী মা ' নামে একটি গান গেয়েছেন , অনেকে এই গান শোনার মাধ্যমে গায়ক সুন উয়ে লিয়ানের পরিচয় পেয়েছেন । তার গান শুনে লোকেরা যেন চীনা জাতির মাতৃনদী-- হলুদ নদীর স্পন্দন অনুভব করতে পারেন এবং গান থেকে প্রেরনা পান ।

    উওর পূর্ব চীনের এক কৃষক পরিবারে সুন উয়ে লিয়ানের জন্ম । তার পরিবারে নয় ভাইবোন আছে , নয়জনের মধ্যে তার স্থান সপ্তম । এখনও তার মনে আছে ছোট বেলায় বাবা মা জীবীকার জন্য সব সময় ক্ষেতে চাষাবাদের কাজে ব্যস্ত , বাসায় ফিরে মা গান গেয়ে এই গরীব পরিবারের জন্য আনন্দ নিয়ে আসেন । সুন উয়ে লিয়ান বলেছেন , অনেক গান তার মা তাকে শিখিয়েছেন । তিনি বলেছে , আমার মা গান গাইতে পছন্দ করেন , তাঁর গলা মিষ্টি, রাত্রে আমরা মায়ের ঘুম পাড়ান গানের মধ্যে ঘুমিয়ে পড়তাম , এ কথা বলা যায় যে আমরা মায়ের গান শুনতে শুনতে এবং গান গাইতে গাইতে বড় হয়েছি । মায়ের গান সুন উয়ে লিয়ানের মনে গভীর ছাপ ফেলেছে , বাড়ীতে একটি পুরানো রেডিওসেট কেনার পর সুন উয়ে লিয়ান রোজ লেপের ভিতরে রেডিও কোলে নিয়ে গান শুনতেন , গান যতোই শুনে গানের উপর তার আগ্রহ ততই বাড়ে , গান গাওয়ার ইচ্ছাও ক্রমেই বাড়ে ।

    মাধ্যমিক স্কুলে পড়ার সময় স্কুলের একটি গান প্রতিযোগিতায় সুন উয়ে লিয়ান 'সমুদ্রমুখী' নামে একটি গান গেয়ে প্রতিযোগিতার প্রথম শ্রেনীর পুরষ্কার পেয়েছিলেন । সেই সময় থেকে তিনি স্কুলের প্রতিভাবান গায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন । কিছু দিন পর একজন বিখ্যাত গান শিক্ষক সুন উয়ে লিয়ানকে নিজের ছাত্র হিসেবে গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছেন , এটা সুন উয়ে লিয়ানের পক্ষে মহা খুশির ব্যাপার । কিন্তু গান শেখার জন্য প্রয়োজনীয় ফি জমা দিতে হয় , যদিও তার শিক্ষক তাকে সাহায্য করার জন্য শিক্ষার ফি অনেক কমিয়ে দিয়েছেন , দু বছরস্থায়ী শিক্ষা কোর্সে সুন উয়ে লিয়ানকে মাত্র ১২০ ইউয়ান চীনা মুদ্রা দিতে হয় , তবে এই সংখ্যা সুন উয়ে লিয়ানের পক্ষে এক বড় সংখ্যা । তার মা তার গান শেখার আশাকে সমর্থন করেন , তার বাবা কিন্তু দৃঢভাবে তার বিরোধিতা করেন । তার ধারনা , পরিবারের ১১জন সদস্যের খাওয়াপরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার । সে সময়ের কথা স্মরণ করে সুন উয়ে লিয়ান বলেছেন , আমি গান শিখতে চাই , কিন্তু পরিবারে সাত ভাইবোনের খাওয়াপরা বাবা মার পক্ষে এক বড় চাপ , গান শেখার জন্য বাবাকে বেশ কয়েকবার অনুরোধ করলেও বাবা রাজী হন নি । বাবা বলেছেন , গান শেখা কি কাজে লাগবে ? তুমি বরণ এখন ভালো করে পড়াশুনা করো , এতে বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সম্ভাবনা বেশী হবে , পড়াশুনা শেষ করে তুমি ভালো চাকরীও পাবে ।

    গান শেখার আশা পূরণের জন্য সুন উয়ে লিয়ান পরিশ্রম করে শিখার ফি জমা করার সিদ্ধান্ত নিয়েছেন । তিনি অবসর সময় পাহাড়ে উঠে কাঠ ও ভেষজ ওষুধ সংগ্রহ করে বিক্রি করেন , তার মা ছেলের অতিরিক্ত পরিশ্রম সহ্ দেখতে পারেন না , তিনি আতমীয়ের কাছ থেকে টাকা ধার করে ছেলেকে দিলেন । গান শিখার ফি জমা দিয়ে সুন উয়ে লিয়ান শিক্ষকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গান শিখতে শুরু করেন । প্রতি দিন ভোর বেলায় সুন উয়ে লিয়ান বাসা থেকে এক ঘন্টা সাইকেল চালিয়ে উপকন্ঠের মাধ্যমিক স্কুলে পড়াশুনা করেন , সন্ধ্যাবেলায় স্কুল থেকে ৪০ মিনিট সাইকেল চালিয়ে গান শিক্ষকের বাসায় গিয়ে গান শিখেন , গভীর রাতে তিনি আবার পাহাড়ী পথ বেয়ে সাইকেল চালিয়ে বাসা ফিরে যান ,তিনি গান শিক্ষকের কাছে দু বছর গান শিখেছেন , এই দুই বছরে তিনি অনেক কষ্ট পেয়েছেন সত্য , তবে গান চর্চা ক্ষেত্রে তার যথেষ্ঠ অগ্রগতি হয়েছে ।

    ১৯৮৭ সালে সুন উয়ে লিয়ান ওয়া ফান তিয়ান শহরের যুব কন্ঠশিল্পী প্রতিযোগিতায় প্রথম শ্রেণীর পুরষ্কার পেয়েছেন , সেই বছর তিনি নৌ বাহিনীর ইউনিফোর্ম পরে আনুষ্ঠানিকভাবে চীনের নৌ বাহিনীর এক ঘাটি এলাকার একজন সৈনিক হয়েছেন । জীবনের এই অভিজ্ঞতা স্মরণ করে সুন উয়ে লিয়ান বলেছেন , মাধ্যমিক স্কুলে পড়ার সময় আমি সমুদ্রমুখী নামে একটি গান গেয়ে পুরষ্কার পেয়েছি এবং কন্ঠশিল্পী হওয়ার পথ বেছে নিয়েছি , এবার আমি সত্যই নৌ বাহিনীতে যোগ দিয়েছি , আমি সত্যই সমুদ্রমুখী হয়েছি , সমুদ্র আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ , আমি কোনো দিন এই গান ভুলবো না ।

    ১৯৮৮ সালে সুন উয়ে লিয়ান পরীক্ষার মাধ্যমে হোনান প্রাদেশিক শিল্পকলা বিদ্যালয় ভর্তি হন , সেখানে তিনি সংগীত তত্ব শিখেছেন এবং লোক সংগীত পরিবেশনের সার্বিক প্রশিক্ষন পেয়েছেন । হোনান প্রাদেশিক শিল্পকলা বিদ্যালয়ে পড়াশুনা শেষ করে তিনি আবার নৌঘাঁটিতে ফিরে গিয়েছেন । তিনি নৌঘাঁটির শিল্পী দলের অন্যান্য সদস্যের সংগে বিভিন্ন সামুদ্রিক দ্বীপ ও চৌকিতে গিয়ে নৌসেনাদের জন্য গান পরিবেশন করেন । দৌড়াদৌড়ির জন্য সুন উয়ে লিয়ান যদিও ক্লান্ত মনে করেন , কিন্তু তিনি এতে আনন্দও পেয়েছে , নৌসেনাদের সংগে মেলামেশার কল্যানে তিনি তাদের সুখদুঃখ উপলব্ধি করতে পারেন , নৌসেনাদের বাস্তব জীবন সুন উয়ে লিয়ানের গানে প্রান শক্তি যুগিয়ে দিয়েছে ।অল্প সময়ের মধ্যে তিনি এক জনপ্রিয় কন্ঠশিল্পী হয়েছেন , ১৯৯৫ সালে সুন উয়ে লিয়ান আনুষ্টানিকভাবে চীনের নৌবাহিনীর নৃত্যসংগীত দলে ভর্তি হন এবং পেশাদার কন্ঠশিল্পী হিসেবে গান পরিবেশন করতে শুরু করেন ।

    প্রতি বছর তিনি নৌবাহিনীর অফিসার ও সৈনিকদের জন্য এক শ'টি অনুষ্ঠানে গান পরিবেশন করেন , কোনো কোনো সময় দর্শকের সংখ্যা চার- পাঁচ শ' , কোনো কোনো সময় মাত্র একজন সৈনিক । একবার সুন উয়ে লিয়ান কুয়ান চৌ শহরে মোতায়েন দক্ষীণ- চীন নৌবহরের অফিসার ও সৈনিকের জন্য গান পরিবেশন করেন , একজন নৌসেনা ডিউটিতে থাকার দরুন তার গান শুনতে পান নি , এ খবর পেয়ে সুন উয়ে লিয়ান একটুও দ্বিধা না করে চৌকিতে গিয়ে বিশেষভাবে তার জন্য গান করার সিদ্ধান্ত নিয়েছেন । তার ধারনা , নৌ বাহিনীর একজন কন্ঠশিল্পী হিসেবে নৌসেনার জন্য গান করা তার এক পবিত্র দায়িত্ব ও কর্তব।