চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৭ জুন পেইচিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, জাপান সরকার ছলে বলে কৌশলে ইতিহাসকে ঢেকে রাখার যত প্রয়াস চালায় তাতে তার অতীতের আগ্রাসনের ইতিহাস ততই নগ্ন হয়ে উঠে ।
সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছেন , ইতিহাস অস্বীকার করার জন্য জাপানের উচ্চপদস্থ কর্মকর্তারা যে অদ্ভুত ও ভুল মত প্রকাশ করছেন চীন দৃঢ়ভাবে তার বিরোধিতা করে ।
ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পন প্রসঙ্গে লিউ চিয়ান ছাও বলেছেন , ইয়াসুকুনি সমাধিতে দ্বিতীয় মহা যুদ্ধের প্রথম শ্রেণীর যুদ্ধাপরাধীদের স্মৃতিফলক বসানো রয়েছে । জাপানের নেতারা সেখানে গিয়ে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তা স্পষ্টই জাপানের আগ্রাসনের ইতিহাস অস্বীকার করার শামিল ।
|