বলিভিয়ার প্রেসিডেন্ট কার্লেস মেসা ৬ জুন সন্ধ্যায় আবার পদ ত্যাগ করার কথা ঘোষণা করেছেন। এটি চলতি বছরে তাঁর দ্বিতীয়বার পদ ত্যাগের ঘোষণা।
তিনি একইদিন সন্ধ্যায় দেশবাসীদের উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে বলেছেন, সারা দেশে অব্যাহত বিক্ষোভ মিছিল তাঁর পদ ত্যাগের কারণ। তিনি কংগ্রেসের কাছে তাঁর পদ ত্যাগ পত্র জমা দিয়েছেন। তিনি আশা করেন, তাঁর পদ ত্যাগের ফলশ্রুতিতে বিভিন্ন বিক্ষোভকারী সংগঠন বিক্ষোভ মিছিল বন্ধ করবে এবং সংসদের নিয়মিত অধিবেশন আবার বসবে।
বলিভিয়ার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদ ত্যাগ করলে বা পদচ্যুত হলে সিনেট ও প্রতিনিধি পরিষদের স্পীকার অথবা সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
|