মেক্সিকোর প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র রুবেন আগিলার ৬ জুন সংবাদ মাধ্যমকে বলেছেন , যুক্তরাষ্ট্র আমেরিকান দেশ সংস্থার কাঠামোয় যে গণতন্ত্রায়ন পর্যবেক্ষন নীতি প্রতিষ্ঠার প্রস্তাব দাখিল করেছে , মেক্সিকো দৃঢ়ভাবে তার বিরোধীতা করে ।
তিনি বলেছেন , মেক্সিকো আমেরিকান দেশগুলোর জনগণের স্বার্থের অব্যাহত উন্নয়ন ও প্রসার সমর্থন করে , অব্যাহতভাবে মানবাধিকার সম্মান ও রক্ষা জোরদার করতে চায় । তবে অন্য দেশকে নিজ দেশে মাতব্বরি করতে অনুমোদন দেবে না।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে অনুষ্ঠারত ৩৫তম আমেরিকান দেশ সংস্থার সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আমেরিকান দেশ সংস্থা সদস্যদেশের গণতন্ত্রায়ন পরিস্থিতি যাচাই ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে কিনা , এই নিয়ে তুমুল বিতর্ক করছে ।
|