৭ জুন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া সুয়েন পেইচিংয়ে অষ্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্ট হিলের সঙ্গে সাক্ষাত করেছেন । সাক্ষাত্কালে থান চিয়া সুয়েন বলেছেন , এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুটি প্রভাবশালী দেশ হিসেবে চীন ও অষ্ট্রেলিয়ার সুস্থ ও স্থিতিশীল সহযোগিতার সম্পর্ক শুধু দুদেশের মৌলিক স্বার্থের সঙ্গেই সংগতিপূর্ণ নয় , আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধিরও অনুকূল ।
রাষ্ট্রীয় কাউন্সিলার থান চিয়া সুয়েন জোর দিয়ে বলেছেন , চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল থাকবে । চীন এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের সকল দেশের সঙ্গে আঞ্চলিক শান্তি ও উন্নয়ন নিয়ে সংলাপ করতে আগ্রহী । একটি স্থিতিশীল ও উন্নত চীন পৃথিবীর বিভিন্ন অন্যান্য পক্ষে প্রতি হুমকি নয় , বরং সুযোগ হবে । কিছু লোক চীনের হুমকি তত্ত্ব প্রচার করে বেড়াচ্ছেন , তারা চীনের উন্নয়নের পথ সম্বন্ধে সঠিক মনোভাব পোষণ করেন নি , বরং ভুল মনোভাব পোষণ করছেন।
হিল বলেছেন , অষ্ট্রেলিয়া চীনের সঙ্গেসম্পর্ককে গুরুত্ব দেয় এবং সন্ত্রাসদমন ও আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা চালাতে আগ্রহী ।
|