নিউজিল্যান্ডের বানিজ্য মন্ত্রী জিম সাটোন ৭ জুন পেইচিংয়ে সাংবাদিকদের বলেছেন , দুদেশের অবাধ বানিজ্য বাস্তবায়নের জন্য নিউজিল্যান্ড চীনের সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালাতে আগ্রহী ।
সাটোন আরো বলেছেন , ৬ জুন পেইচিংয়ে চীন ও নিউজিল্যান্ডের মন্ত্রী- পর্যায়ের যৌথ কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । গত বছর স্বাক্ষরিত চীন --নিউজিল্যান্ড বানিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত কাঠামো চুক্তি অনুসারে এই যৌথ কমিটি প্রতিষ্ঠিত হয়েছে । অধিবেশনে দু পক্ষ দুদেশের অবাধ বানিজ্য অঞ্চল প্রতিষ্ঠা , পারস্পরিক অর্থবিনিয়োগ বাড়ানো আর বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা বাড়ানো সম্বন্ধে মত বিনিময় করেছে ।
জানা গেছে , গত ডিসেম্বর মাসে চীন ও নিউজিল্যান্ডের অবাধ বানিজ্য অঞ্চল প্রতিষ্ঠা সংক্রান্ত বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর তিন দফা আলোচনা হয়েছে , পরবর্তী আলোচনা আগামী মাসে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে ।
|