৬ জুন পুর্ব চীনের হাংচৌ শহরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে চীন সরকার ও মার্কিন সরকার ঘোষণা করেছে যে , হানচৌ শহরে চীনের চেজিয়াং প্রদেশ ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য যুক্তভাবে আন্তর্জাতিক নামোমিটার গবেষণাগার প্রতিষ্ঠা করবে ।
জানা গেছে , এই নামোমিটার গবেষণাগার প্রতিষ্ঠা করতে ২৫ কোটি ইউয়ান ব্যয় হবে । এই আন্ত:দেশীয় গবেষণাগারে বৈজ্ঞানিক গবেষণা চালানোর সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক গবেষণার সাফল্যকে শিল্পপণ্যে রুপান্তরিত করার উদ্যোগও নেওয়া হবে ।
উল্লেখ করা যেতে পারে যে , এই গবেষণাগার চালু হওয়ার পর ধারাবাহিক জীববিদ্যা ও জীব পরীক্ষা ক্ষেত্রের আটটি গবেষনা-কেন্দ্রে প্রথম শ্রেণীর আন্তর্জাতিক ব্যাবস্থাপনা আমদানি করা হবে এবং নামোমিটার প্রযুক্তির সর্বোচ্চ স্তরের গবেষণা চালানো হবে ।
|