চীনের পুর্ত মন্ত্রনালয়ের উপমন্ত্রী ছিউ বাও সিং ৭ জুন পেইচিংয়ে বলেছেন , চীনের শহরগুলোর পানির নিরাপত্তা নিশ্চিত করা এবং পানির চাহিদা মেটানোর জন্য গত কয়েক বছরে চীনে দূষিত পানি বিশুদ্ধ করার প্রযুক্তি প্রচলনের কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে উপমন্ত্রী ছিউ বাও সিং আরো বলেছেন , পাঁচ বছর আগে চীনের শহরগুলোর মাত্র ৩৩শতাংশ দূষিত পানি বিশুদ্ধ করা হত । কিন্তু গত বছরের শেষ দিকে ৪৫ শতাংশ দূষিত পানি বিশুদ্ধ করা হয়েছে । দূষিত পানির পুনর্ব্যবহারে আনন্দদায়ক সাফল্য অর্জিত হয়েছ ।
উপমন্ত্রী ছিউ বাও সিং জোর দিয়ে বলেছেন , চীনের বিভিন্ন শহরে দূষিত পানি বিশুদ্ধকরণের গবেষণা , দূষিত পানি বিশুদ্ধকরণের যন্ত্রপাতি তৈরী এবং পানি পরীক্ষার ব্যাপারেও আশানুরুপ অগ্রগতি হয়েছে ।
|