৬ জুন প্রকাশিত চীনের বাণিজ্য মন্ত্রনালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ৬জুন থেকে চীনে জাপান ও তাইওয়ানের রফতানিকৃত পি বি টির বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিংয়েরতদন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
চীনের একটি কোম্পানি অ্যান্টি ডাম্পিংয়ের আবেদন জানানোর পর বাণিজ্য মন্ত্রনালয় এই সিদ্ধান্ত নিয়েছে ।
জানা গেছে , চীনের বাণিজ্য মন্ত্রনালয় আবেদনকারীর দেওয়া প্রমান যাচাই করেছে এবং চীনের সংশ্লিষ্ট শিল্পের উপর আমদানিকৃত জাপান ও তাইওয়ানের উত্পন্ন পি বি টির প্রতিকূল প্রভাব নিয়ে প্রাথমিকভাবে তদন্ত চালিয়েছে ।
উল্লেখ করা যেতে পারে যে , রাসায়নিক উপকরণ হিসেবে পি বি টি ব্যাপকভাবে ইলেকট্রোনিক পণ্য , গাড়ি ,পরিমাপক যন্ত্র , গার্হস্থ বৈদ্যুতিক সামগ্রী ও টেলিযোগাযোগ শিল্পজাত দ্রব্য উত্পাদনে ব্যবহৃত হয় ।
|