১৯১৪ সালের ৭ জুন "ফেডারেল" নামক একটি বিরাট মার্কিন মালবাহী জাহাজ পানামা খাল পার হয়ে অটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়া প্রথম জাহাজে পরিণত হয়েছে। এই খালের দৈর্ঘ্য ৫০ মাইল, প্রস্থ ১০০ থেকে ৩০০ ইয়ার্ড । পানির স্তরের উচ্চতার তফাত্ মেটানোর জন্য জাহাজগুলোকে খালের তিনটি কপাটকল অতিক্রম করতেই হয়।
মিসরে সোয়েজ খাল নির্মাতা ফরাসী ফের্দিনান্দ দে লেসেপস ১৮৭৯ সাল থেকে পানামা খাল নির্মান শুরু করেন। ১৯০৩ সালে মার্কিন সরকার এক ফরাসী কোম্পানির কাছ থেকে খালের নির্মান অধিকার কিনেছে।
|