v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-06 21:22:15    
ছিংহাই প্রদেশ "পৃথিবীর ছাদ"

cri
    উত্তর-পশ্চিম চীনে অবস্থিত ছিংহাই প্রদেশের আয়তণ হচ্ছে সাত লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার , যা প্রায় দুটো জার্মানির সমান। চীনের বৃহত্তম লোনো পানির লেক থাকার কারণে ছিংহাই প্রদেশ দেশ বিদেশে বিখ্যাত ,তা ছাড়াও এখানে চীনের মাতৃনদী ইয়াংসি নদী আর হুয়াংহো নদীর উত্পত্তিস্থানও। আজকের সংখ্যালঘু জাতি বিষয়ক বিশেষ অনুষ্ঠান ওরা অনন্যতে এই সুন্দর আর কৌতুহলোদ্দীপক প্রদেশ।

    ছিংহাই প্রদেশ "পৃথিবীর ছাদ"--নামে পরিচিত ছিংহাই মালভূমির উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত, সমুদ্র-সমতল থেকে ছিংহাই প্রদেশের গড়পরতা উচ্চতা তিন হাজার মিটারের বেশী। সমুদ্র-সমতল থেকে এর উচ্চতা বেশী বলে , এখানকার গড়পরতা তাপমাত্রা পাঁচ থেকে ১৯ ডিক্রি সেনটিক্রিড বলা যায়, গরমকাল কাটানোর জন্যে এটি এক চমত্কার স্থান।

    বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করার সময়ে, ছিংহাই প্রদেশের ভাইস গভর্নর চিয়াং চিয়ে মিন বলেছেন, আয়তনের দিক থেকে ছিংহাই এক বড় প্রদেশ আর প্রাকৃতিক সম্পদের দিক থেকে ছিংহাই এক সমৃদ্ধিশালী প্রদেশ। ছিংহাই প্রদেশ চীনের ইযাংসি নদী, হুয়াংহো নদী আর লেনছায়াং নদীর উত্তপত্তিস্থান, প্রদেশটি নদীগুলোর উত্স এবং চীনের পানির টাওয়ার বলে সকলের কাছে পরিচিত, তার প্রাকৃতিক ভৌগোলিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ।

    চীনের বৃহত্তম নদী, অর্থাত্ বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী-ইয়াংসি নদী ছিংহাই প্রদেশের দক্ষিণ-পশ্চিমের থাংগুলা পর্বতে থেকে উত্সরিত ছিংহাই প্রদেশে এর দৈঘ্য এক হাজার দুই শো কিলোমিটার। মধ্য ছিংহাই প্রদেশের বাইয়ানগলা পর্বত চীনের দ্বিতীয় বৃহত্তম নদী হুয়াংহোর উত্পত্তিস্থল ,ছিংহাই প্রদেশে তার বড় নদী আর অজস্র হ্রদ ছিংহাই প্রদেশের জন্যে এনেছে প্রচুর পানি সম্পদ। উচ্চ পাহাড় আর হ্রদ ছিংহাই প্রদেশের জন্যে খনিজ-সম্পদ লোনা পানির হ্রদ-সম্পদ সৃষ্টি করেছে। জানা গেছে, এখন পর্যন্ত ছিংহাই প্রদেশে এক ২৩ ধরনের খনিজ পদার্থ আবিকৃত হয়েছে। তার মধ্যে সসোটিয়াম লবন, লিথিয়াম লবন , ম্যাগনেসিয়াম লবন আর এসবেস্টোস প্রভৃতি ১১ ধরণের খনিজ পদার্থ চীনে প্রথম স্থান দখল করেছে। তার মধ্যে বেশীরভাগ খনিজ পদার্থের মজুদের পরিমান চীনের অনুরুপ খনিজ সম্পদের মোট মজুদের পরিমানের শতকরা ৬০ ভাগেরও বেশী। ছিংহাই প্রদেশে তেল আর প্রাকৃতিক গ্যাসের মজুদও খুবই বেশী । এখন ছিংহাই প্রদেশ চীনের চারটি বড় গ্যাস ক্ষেত্রের অন্যতম।

    অসংখ্য নদনদী, হ্রদ আর উচ্চ পাহাড়ের তুষারে সেচ করে ছিংহাই প্রদেশের বিশাল ভুমিতে পানি সরবরাহ করা হচ্ছে। ছিংহাই হ্রদ এমন একটি জায়গা যা নিয়ে ছিংহাই প্রদেশের জনগণ গর্ববোধ করেন।

    ছিংহাই প্রদেশের প্রচুর পর্যটন সম্পদ সম্পর্কে ছিংহাই প্রদেশের পর্যটন ব্যুরোর পরিচালক লি হিউযানসেং বলেছেন, ছিংহাই প্রদেশে আছে চার হাজার চার শো বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট সুন্দর ছিংহাই হ্রদ, আর ছিংহাই হ্রদে আছে বিখ্যাত পাখি-দ্বীপ। ছিংহাই প্রদেশে আরো আছে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের থার মন্দির , আছে এ পর্যন্ত চীনে উদ্ধারকৃত বৃহত্তম এবং উত্তম সংরক্ষিত প্রাচীন সমাধিপুনজ্ঞ, আছে আন্তর্জাতিক শীকারের স্থান, জাতীয় বন পার্ক ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে ছিংহাই প্রদেশের বৈশিষ্ট্য সম্পন্ন সুন্দর পশ্চিমাঞ্চলের দৃশ্যাবলী গড়ে উঠেছে।

    ছিংহাই প্রদেশ একটি বহুজাতিক প্রদেশ। হান জাতী ছাড়াও , আরো আছে তিব্বতী জাতী, মংগোলীয় জাতী, হুই জাতী, থু জাতী, সালা জাতী প্রভৃতি ৪৩ টি সংখ্যালঘু জাতি।

    এর মধ্যে থু জাতি আর সালা জাতি শুধু ছিংহাই প্রদেশে বসবাস করে। ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হবার পর, ছিংহাই প্রদেশে বিরাট পরিবর্তন ঘটেছে। পশুপালকরা আদি কালের যাযাবর জাবনকে বিদায় দিয়েছেন। তাদের জীবন যাত্রার অবস্থার বিরাট উন্নতি হয়েছে।

    এখন ছিংহাই প্রদেশে বিদ্যুত্ ,লোনা পানির লেক রাসায়নিক শিল্প, তেল আর প্রাকৃতিক গ্যাস, অলৌহজাত ধাতু এই চারটি অবলম্বনমূলক শিল্প এবং ধাতু ঢালাই ,নির্মান উপকরণ, চিকিত্সা ও ওষুধপত্র , কৃষি ও পশুজাত দ্রব্য প্রক্রিয়া করণ এই চারটি প্রাধান্য প্রাপ্ত শিল্প প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

    অবশ্য , ইতিহাস আর প্রাকৃতিক উপাদানের প্রভাবে ছিংহাই প্রদেশ এখনো হচ্ছে পশ্চিম চীনের একটি উন্নয়ন সাপেক্ষ জায়গা। গত কয়েক বছরে প্রবর্তিত পশ্চিম চীনের মহা-উন্নয়নের নীতির কল্যানে, উত্তরপশ্চিম চীনে অবস্থিত ছিংহাই প্রদেশ উন্নয়নের একটি অভূতপূর্ব সুযোগ পেয়েছে। ডেপুটি গভর্নর চিয়া চিয়ে মিন বলেছেন, আগামী কয়েক বছরে ছিংহাই প্রদেশ জলবিদ্যুত্, ধাতু চালাই , অলৌহজাত ধাতু প্রভৃতি অবলম্বনমূলক শিল্পের আরো উন্নতি ঘটাবে, এবং ওষুধপত্র ও চিকিত্সা, কৃষি ও পশুজাত দ্রব্য প্রক্রিয়াকরণ প্রভৃতি প্রধান শিল্পের বিকাশ দ্রুততর করবে। তাছাড়া, তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, বিদেশী পুঁজি আকর্ষণ আর অর্থনৈতিক মহা উন্নয়ন বাস্তবায়নের অনুকূল পরিবেশ আর শর্ত সৃষ্টি করার জন্যে ছিংহাই প্রদেশকে অবকাঠামোর নির্মাণ দ্রুততর করার জোর প্রচেষ্টা চালাতে হবে। অর্থনৈতিক মহা উন্নয়নের রণনীতি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে , ছিংহাই প্রদেশ ইয়াংসি নদীর উত্পত্তিস্থল, হুয়াংহো নদীর উত্পত্তিস্থল, ছিংহাই হ্রদের আশপাশের জায়গা পূর্বাঞ্চলের খরা-কবলিত জায়গা প্রভৃতি অঞ্চলের প্রাকৃতিক বন, তৃনভূমি আর বুনো প্রাণী ও উদ্ভিদ রক্ষা করার সংকল্পও নিয়েছে।আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে ছিংহাই প্রদেশে শুধু অর্থনৈতিক উন্নয়নই হবে না, বরং প্রাকৃতিক দৃশ্যও সুন্দর থাকবে।