৪ থেকে ৫ জুন পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়া বাও হোপেই প্রদেশ পরিদর্শনকালে কৃষিজমিতে গিয়ে গ্রীস্মকালীন শস্য কাটা ও পল্লীগ্রামের কর সংস্কারের খোঁজ খবর নিয়েছেন ।
কৃষকদের সঙ্গে দেখা করার সময় তিনি বলেছেন , গত কয়েক বছর চীন সরকার গ্রামাঞ্চলে কর ব্যবস্থা আর খাদ্যশস্য ক্রয়-বিক্রয়ের সংস্কারের পদক্ষেপ নিয়েছে, এবং প্রত্যক্ষভাবে খাদ্যশস্য উত্পাদনকারীদের ভর্তুকি দিয়েছে । খাদ্যশস্য চাষ করলে আয় বেড়ে যাবে ,এই জন্য কৃষকদের খাদ্যশস্য উত্পাদনের উত্সাহ বেড়েছে ।
প্রধানমন্ত্রী ওয়েন জিয়া বাও জোর দিয়ে বলেছেন , এখন প্রধানত: কৃষকদের চাষ ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পানির অভাব মেটাতে হবে । তাঁদের চিকিত্সা ও তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়ার সমস্যা সমাধানের যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে ।কোনো কোনো গ্রামের চেহারা পাল্টাতে হবে ।
তিনি আরো বেশী উন্নত জাতের খাদ্যশস্য উত্পাদন করতে কৃষকদের উত্সাহ দিয়েছেন এবং যাবতীয় স্তরের ক্যাডারদের কৃষিক্ষেতে গিয়ে কৃষকদের ফসল তোলার সমস্যা সমাধানে সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন ।
|