লেবাননের জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটদান ৫জুন দক্ষিণ লেবাননের নির্বাচনী এলাকায় শুরু হয়েছে ।
লেবাননের নির্বাচন আইন অনুযায়ী এই নির্বাচনী এলাকায় ২৩জন সংসদ সদস্য নির্বাচিত হবেন । সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে ছ'জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী না থাকায় আপনা আপনি বিজয়ী হয়েছেন ।
পর্যবেক্ষকদের মতে , সেখানে শিয়া সম্প্রদায়ভুক্ত হিজবুল্লাহ ও আমাল মোভমেন্টের নির্বাচন- জোটের প্রভাব ব্যাপক বলে সেই নির্বাচনী এলাকায় জাতীয় সংসদের অধিকাংশ আসন এই দুই দলের জোট পেয়ে যাবে ।
জানা গেছে , চার পর্যায়ে চারটি নির্বাচনী এলাকা থেকে লেবাননের নতুন সংসদের ১২৮জন সংসদ সদস্য নির্বাচিত হবেন ।
উল্লেখ করা যেতে পারে যে , গত ২৯ জুন লেবাননের প্রথম পর্যায়ের নির্বাচনে সাবেক প্রধান মন্ত্রী হারিরির ছেলে সায়াদ আল হারিরির নেতৃত্বাধীন ফিউচার মোভমেন্ট বৈরুদ নির্বাচনী এলাকার যাবতীয় ১৯টি আসন পেয়েছে।
|