৪ জুন সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীর অধিবেশন কাজাকস্তানের রাজধানী আস্টানায় শুরু হয়েছে । চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং অধিবেশনে ভাষণ দেয়ার সময় সাংহাই সহযোগিতা সংস্থার কাজকর্ম, মধ্য এশিয়ার পরিস্থিতি ও জাতি সংঘের সংস্কার ইত্যাদি সমস্যা সম্পর্কে চীনের অধিষ্ঠান ব্যাখ্যা করেছেন ।
লি চাও সিং বলেছেন , সাংহাই সহযোগিতা সংস্থার সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার জন্য সহযোগিতা ও সংহতি একান্ত প্রয়োজন । আগামী জুলাই মাসে আস্টানায় অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের সার্থক অনুষ্ঠান নিশ্চিত করার জন্য সুপরিকল্পিতভাবে প্রস্তুতির কাজ চালাতে হবে ।
একই দিন পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং আলাদা আলাদাভাবে কাজাকস্তানের পররাষ্ট্রমন্ত্রী টোকায়েভ , তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নাজারভ আর সাংহাই সহযোগিতা সংস্থার পর্যবেক্ষক , মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোনকা ওরজিলের সঙ্গে সাক্ষাত করেছেন । সাক্ষাত্কালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ,সাংহাই সহযোগিতা সংস্থায় ও আন্তর্জাতিক ব্যাপারাদিতে সহযোগিতা আর জাতি সংঘের সংষ্কার প্রভৃতি সমস্যা নিয়ে মতবিনিময় করেছেন ।
এই অধিবেশনে অংশ নেয়া সংস্থার সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপপররাষ্ট্রমন্ত্রীরা অধিবেশনে ভাষণ দেয়ার সময় পারস্পরিক সহযোগিতা জোরদার করে মিলিতভাবে মধ্য-এশিয়া অঞ্চলে সন্ত্রাসবাদ , বিছিন্নতাবাদ আর চরমপন্থীদের ষড়যন্ত্রের মোকাবেলার কথা উল্লেখ করেছেন ।
|