চীনের গণকল্যাণ মন্ত্রণালয়ের একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , ৩১ মে চীনের হুনান প্রদেশের কিছু অঞ্চলে বন্যায় মোট ৭৫জন লোক নিহত হয়েছেন আর ৪৬জন লোক নিখোঁজ হয়েছেন । বর্তমানে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের পরিচালনায় বন্যা কবলিত অঞ্চলেত্রানকাজ পুরোদমে চলছে ।
জানা গেছে , হুনান প্রদেশের সাওইয়ান ও সিংসাও জেলা , লোওতি অঞ্চলের লিয়েন ইউয়েন শহর আর সিয়ানথান অঞ্চলের সিয়ানসিয়ান শহরে বন্যার পরিস্থিতি গুরুতর । বন্যাকবলিত অঞ্চলগুলো পাহাড়ী অঞ্চল বলে সেইসব এলাকার যানবাহন চলাচল ব্যাহত হয়েছে , এর ফলে ত্রান কাজ নানা ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে ।
গণকল্যাণ মন্তণালয়ের উপমন্ত্রী চিয়া চিপানের নেতৃত্বাধীন চীনের রাষ্ট্রীয় পরিষদের একটি কর্মগ্রুপ বন্যাকবলিত অঞ্চলে পৌচেছে । কর্মগ্রুপের সদস্যরা বন্যাকবলিত অঞ্চল পর্যবেক্ষণ করছেন । স্থানীয় অধিবাসীদের মধ্যে ত্রানসামগ্রি বিলি করছেন এবং নিহত ও নিখোঁজ মানুষদের খোজখবর নিচ্ছেন ।
|