সম্প্রতি প্রকাশিত চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ রিপোর্টে অনুমান করে বলা হয়েছে , গত বছরের তুলনায় চলতি বছর চীনের পণ্যদ্রব্যের বিক্রয়- মূল্য শত করা বারো দশমিক পাঁচ ভাগ বাড়বে এবং চীনের জিডিপির মধ্যে তার অনুপাত বেড়ে ৪০ শতাংশে পৌঁছবে ।
এই রিপোর্টে বলা হয়েছে , চলতি বছর চীনের গাড়ি বিক্রি- পরিমান শতকরা ১৫ ভাগ বাড়বে । বসতবাড়ির বিক্রয়- পরিমান শতকরা ২০ ভাগ বাড়বে। রেঁস্তোরা শিল্পের আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে ।
এই রিপোর্টে ভবিষ্যতবাণী করা হয়েছে , ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে গত বছরের মত এই বছরও চীনের খাদ্যশস্যের উত্পাদন পরিমান বৃদ্ধি পাবে ।
|