চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ অধিদফতরের উপমহাপরিচালক জাং লি চুন ৪জুন উত্তর পশ্চিম চীনের নিংসিয়া হুই জাতির স্বায়ত্ত শাসিত অঞ্চলের রাজধানী ইনছুয়ানে বলেছেন , পশ্চিম চীনের প্রাকৃতিক পরিবেশ দুর্বল এবং অর্থনীতি অপেক্ষাকৃত পশ্চাতপদ , চীন সরকার পশ্চিম চীনে চক্রাকারের অর্থনীতি প্রবর্তন ও প্রচলনের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে ।
একই দিন সমাপ্ত এপেকের চক্রাকারের অর্থনীতি ও পশ্চিম চীনের মহা উন্নয়ন পরিকল্পনা বিষয়ক একটি অধিবেশনে তিনি এই কথা বলেছেন ।
চীনের ঐতিহ্যিক অর্থনৈতিক উন্নয়ন- পদ্ধতির ত্রুটি সম্পর্কে তিনি বলেছেন ,এই উন্নয়ন- পদ্ধতিতে শক্তি ও উপকরণ অত্যধিক পরিমানে ব্যয় করা হয় ,কিন্তু উত্পাদন মুল্য কম এবং পরিবেশ দূষিত হয় । এটা পশ্চিম চীনের ভবিষ্যতের উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি করতে পারে ।
উল্লেখ করা যেতে পারে যে , পশ্চিম চীনের প্রাকৃতিক পরিবেশের অবনতির দরুণ প্রতিবছর যে ১৫০ বিলিয়ন ইউয়ানের আর্থিক ক্ষতি হয় তা সমকালীন জি ডি পির প্রায় ১৩ শতাংশ । ২০০০ সাল থেকে চীন সরকার পশ্চিম চীনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ খাতে১১০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে ।
|