ইউরোপীয় কমিশন সংসদের রাজনৈতিক কমিটির চেয়ারম্যান ক্রস যে চেচেনের আসল পরিস্থিতির যে বিকৃত বিবরণ দিয়েছেন , রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের নেতারা তার তীব্র নিন্দা করেছেন এবং তার প্রতি চেচেনের জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন ।
চেচেন প্রজাতন্ত্রের জাতীয় কমিশনের চেয়ারম্যান তাওস জাব্রাইলভ সেদিন তাঁর ভাষণে বলেছেন , চেচেন যে সক্রিয় সুফল পেয়েছে , রাশিয়ার নেতারা চেচেনের পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে যে প্রয়াস চালিয়েছেন সুইজারল্যান্ডের তথ্য মাধ্যমকে দেওয়া ভাষণের সময় ক্রস তার বিকৃত বিবরণ দিয়েছেন ।
চেচেনের প্রথম উপপ্রধানমন্ত্রী রামজান কাদীরভ একইদিন ক্রসের প্রতি চেচেনের জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ।
|