|
 |
(GMT+08:00)
2005-06-05 17:17:06
|
পশ্চিম আফ্রিকা দেশগুলোর অর্থনৈতিক গোষ্ঠির সর্মথন
cri
পশ্চিম আফ্রিকা দেশগুলোর অর্থনৈতিক গোষ্ঠিক কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান, নিজেরের প্রেসিডেন্ট মামাডো টানদজা ৪ জুন রাজধানী নিয়ামেতে ঘোষণা করেছেন, গিনি বিসালের রাজনৈতিক উত্তরণ সমর্থন করার জন্য পশ্চিম আফ্রিকা দেশগুলোর অর্থনৈতিক গোষ্ঠি সম্ভাব্য সমস্ত পদক্ষেপ নেবে।তিনি বলেছেন, গিনি বিসালের রাজনৈতিক উত্তরণ যাতে সাফল্যজনকভাবে চালানো হয় সেই জন্য পশ্চিম আফ্রিকা দেশগুলোর অর্থনৈতিক গোষ্ঠি এই সিদ্ধান্ত নিয়েছে।তিনি আরও বলেছেন, গিনি বিসালের প্রেসিডেন্ট নিবার্চন পূর্বনির্ধারিত কাঠামো অনুযায়ী অর্থাত আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে।তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, পশ্চিম আফ্রিকা দেশগুলোর অর্থনৈতিক গোষ্ঠি গিনি বিসালের পরিস্থিতির দিকে নজর রাখছে এবং গিনি বিসালের কর্তৃপক্ষকে সতর্কতা বজায় রেখে পশ্চিম আফ্রিকা দেশগুলোর অর্থনৈতিক গোষ্ঠির সঙ্গে মতাধিষ্ঠান সমন্বয় করার দাবি জানিয়েছে।
|
|
|