৪ জুন বেইচিংএ চীনের উপ-প্রধান মন্ত্রী উ ই সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী কারলোস গুটিএরেসের সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে দু পক্ষ দু দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্কইত্যাদি বিষয়াদি নিয়ে মত বিনিময় করেছে।উ ই বলেছেন, তিনি আশা করেন, মার্কিন পক্ষ পুরোপুরি চীন-মার্কিন বস্ত্রবয়ন সমস্যার জটিলতা উপলদ্ধি করে বাস্তবে এই সমস্যার সমাধান করবে।
একই দিন সকালে চীনের বাণিজ্য মন্ত্রী পো সি লেই তার সঙ্গে দু দেশের বস্ত্রবয়ন বাণিজ্য, মেধাস্বত্বের সংরক্ষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বৈঠক করেছেন।
|