চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৩ জুন পেইচিংয়ে বলেছেন , চীনের উচিত বৈজ্ঞানিক সৃজনশক্তির উন্নয়নকে বিভিন্ন বিজ্ঞান কর্মের প্রথম স্থানে রাখা । তিনি আশা করেন চীনের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় প্রযুক্তির নতুন অগ্রগতি বাস্তাবায়ন করবেন ।
চীনের বিজ্ঞান একাডেমীর একাডেমিসিয়ানদের আলোচনা সম্মেলনে অংশ্রগহণ করার সময় হু চিন থাও এই কথা বলেছেন । তিনি আশা করেন চীনের বিজ্ঞানীরা ভিত্তিমূলক , রণনৈতিক ও সৃজনশীল বিষয় নিয়ে গবেষণা করবেন , সমাজের উন্নয়নের জন্য যেসব বাধামূলক সমস্যা রয়েছে তার সমাধান করবেন , গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় প্রযুক্তির অগ্রগতি বাস্তাবায়ন করবেন । তিনি আরও আশা করেন সংশ্লিষ্ট বিভাগ অব্যাহতভাবে বৈজ্ঞানিক কাঠামোর সংস্কার প্রসারিত করবে , বৈজ্ঞানিক শক্তি ও সম্পদের ব্যবহার উত্কৃষ্ট করবে । বৈজ্ঞানিক আবিস্কার উত্পাদন শক্তিতে রূপান্তরিত করবে এবং বৈজ্ঞানিক সম্পদের ব্যবস্থাপনা ও তাদেরকে উত্সাহ দেয়ার ব্যবস্থার উন্নয়ন করবে ।
|